টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ তাদের অপরাজিত থাকার দৌড় অব্যাহত রেখেছে। গ্রুপ- ‘এ’-র তিনটি ম্যাচই তারা জিতেছে। গ্রুপ টপার হওয়ার কারণে, ভারত মঙ্গলবার (৪ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে গ্রুপ- ‘বি’-র দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে তাদের বাকি গ্রুপ-পর্বের ম্যাচগুলি বৃষ্টির কারণে ভেসে যায়। যে কারণে তারা দ্বিতীয় স্থানে শেষ করে। খেলা হলে হয়তো সেমিফাইনালের সূচি অন্য রকম হতে পারত। এদিকে অন্য সেমিফাইনালে বুধবার (৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে।
এদিকে ফাইনাল ম্যাচ রয়েছে ৯ মার্চ। হাইব্রিড মডেল অনুযায়ী ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই দুবাইয়ে খেলেছে। এখন ভারত যদি ফাইনালে ওঠে, তার উপর নির্ভর করবে ৯ মার্চের ভেন্যু। রোহিত শর্মার টিম ফাইনালে উঠলে, ম্যাচটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে । আর যদি তারা সেমিফাইনাল থেকে ছিটকে যায়, তবে ফাইনালটি লাহোরে অনুষ্ঠিত হবে।
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি ম্যাচই- অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান বনাম বাংলাদেশ এবং আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তবে দুবাইয়ে সব ম্যাচই নির্বিঘ্নে খেলা হয়েছে।নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে রয়েছে বুধবার (৫ মার্চ)। আর বুধবার (৫ মার্চ) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে বৃহস্পতিবার (৬ মার্চ)। এদিকে ফাইনালের জন্য সোমবার (১০ মার্চ) একটি রিজার্ভ ডে রয়েছে।
তবে নির্ধারিত দিনে খেলা শেষ করারই সর্বাত্মক চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে রিজার্ভ ডে-তে যে জায়গা থেকে ম্যাচটি বন্ধ করা হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ ৪ মার্চ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ শেষ না হলে, ৫ মার্চ রিজার্ভ ডে হিসেবে ব্যবহার করা হবে। একই সময়ে, ডাকওয়ার্থ-লুইস নিয়মে, ফলাফল পেতে, পরে ব্যাটিং করা দলকে কমপক্ষে ২৫ ওভার খেলতে হবে। গ্রুপ পর্বে পরবর্তীতে ব্যাটিং করা দলকে খেলতে হয় মাত্র ২০ ওভার। যদি রিজার্ভ ডে-তেও ম্যাচের কোনও ফল না হয়, তা হলে গ্রুপ পর্বের শীর্ষে থাকা দলটি ফাইনালে উঠবে। জানিয়ে রাখি, গ্রুপ পর্বে শীর্ষে ছিল ভারতীয় দল। এমন পরিস্থিতিতে ম্যাচের কোনও ফল না হলে ফাইনাল খেলবে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে কোনও ফল না হলে, ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে প্রোটিয়ারা। গ্রুপ বি-তে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি হবে দুবাইতে। আর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, একটি রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই। ম্যাচের প্রথমার্ধে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। সূর্যাস্তের পরে, তাপমাত্রা সম্ভবত ২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে।
দুবাইয়ের পিচ ব্যাটিংয়ের জন্য চ্যালেঞ্জিং প্রমাণিত হয়েছে, স্পিন বোলাররা উভয় দলের জন্য ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আধিপত্য বিস্তার করতে পারে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :