হামজা চৌধুরীকে ঘিরে এখন সবার আগ্রহ। ১৮ মার্চ হামজার বাংলাদেশে আসা অনেকটা চূড়ান্ত। তবে ঢাকা নয়, তার বাংলাদেশ অভিযান শুরু হতে পারে সিলেটের ওসমানী বিমানবন্দর দিয়ে।
হবিগঞ্জের পিতৃভূমিতে পরিবারসহ একটি দিন কাটানোর ইচ্ছা হামজার। বাফুফে সূত্রে জানা গেছে, সেই সফর চূড়ান্ত হলে পরিবারসহ সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন হামজা চৌধুরী। ১৮ মার্চ দিনব্যাপী তার হবিগঞ্জ সফরের সম্ভাবনা বেশি। নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে চলছে পর্যালোচনা। সে ক্ষেত্রে হবিগঞ্জ থেকে ঢাকা এসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন হামজা, ২০ মার্চ দলের সঙ্গে যাওয়ার কথা ভারতে।
এদিকে দেশে হামজাকে বরণে বর্ণাঢ্য পরিকল্পনা থাকলেও হাতে সময় কম থাকায় সেই আয়োজনের সম্ভাবনাও কম! যদিও সব নির্ভর করছে হবিগঞ্জ সফরের ওপর। তবে বাফুফে সূত্রের দাবি, হবিগঞ্জ সফরের সম্ভাবনা খুব বেশি, এখন সেটি বাস্তবায়নের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শিলংয়ে ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :