AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন পিচে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৯ পিএম, ৪ মার্চ, ২০২৫
নতুন পিচে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ খেলছে দুবাইয়ে। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন পিচে রোহিত শর্মাদের খেলতে হবে বলে জানা গিয়েছে। কেমন হবে সেই পিচ?

ভারত যে তিনটি ম্যাচ দুবাইয়ে খেলেছে, সেখানে মন্থর পিচ দেখা গিয়েছে। যে কারণে ব্যাটারদের সমস্যা হয়েছে। কিন্তু পাকিস্তানের পিচে রান উঠেছে অনায়াসে। অস্ট্রেলিয়া দল এত দিন পাকিস্তানেই খেলছিল। মঙ্গলবার যে পিচে খেলা হবে, সেটি নতুন হলেও মন্থরই হবে বলে জানা গিয়েছে। ফলে ব্যাটারদের কিছুটা দেখে খেলতে হবে। অস্ট্রেলিয়াকে নিজেদের পরিকল্পনাতেও পরিবর্তন করতে হবে। যেহেতু তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে দুবাইয়ে খেলেনি।  

দুবাইয়ে সব ম্যাচ খেলার ফলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অধিনায়ক রোহিত যদিও সেটা মানতে রাজি নন। তিনি বলেন, “প্রত্যেক বার আলাদা পিচে খেলার কারণে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। যে তিনটে ম্যাচ দুবাইয়ে খেলেছি, প্রত্যেকটা আলাদা আচরণ করেছে। এটা আমাদের দেশের মাঠ নয়। এটা দুবাই। আমরা খুব বেশি ম্যাচ এখানে খেলি না। আমাদের কাছেও এই মাঠ নতুনের মতোই। এখানে চার-পাঁচটা পিচে খেলা হচ্ছে। আমরা জানি না সেমিফাইনালে কোন পিচে খেলা হবে। যা-ই হোক, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।”

মঙ্গলবার দুপুরে দুবাইয়ের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। আকাশে মেঘ থাকবে। সূর্যাস্তের পর তাপমাত্রা কমে যাবে। তখন ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে বলে জানানো হয়েছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।


একুশে সংবাদ/ এস কে

Link copied!