অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচে টস করতে নামার সময় ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে কালো আর্মব্যান্ড দেখা যায়। পরে ভারত টস হেরে শুরুতে ফিল্ডিং করতে নামলে টিম ইন্ডিয়ার সুপারস্টারদের সকলকেই কালো আর্মব্যান্ড পরে থাকতে দেখা যায়। ক্রিকেটপ্রেমীদের মনে আগ্রহ জন্মানো স্বাভাবিক যে, হঠাৎ কালো আর্মব্যান্ড পরে কেন মাঠে নামলেন রোহিত শর্মারা।
ক্রিকেটপ্রেমীদের সেই আগ্রহ নিরসন করে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, প্রয়াত পদ্মকর শিবালকরকে শ্রদ্ধা জানাতেই ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন।
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি পদ্মকর শিবালকর ৩ মার্চ অর্থাৎ, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ঘরোয়া ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার ছিলেন শিবালকর। বর্ণোজ্জ্বল কেরিয়ারে আগাগোড়া দুর্দান্ত ক্রিকেট উপহার দেন তিনি। যদিও জাতীয় দলের হয়ে কখনও মাঠে নামা হয়নি তাঁর। সেই অক্ষেপ সঙ্গে নিয়েই ইহলোক ত্যাগ করেন শিবালকর।
মুম্বইয়ের এই বাঁ-হাতি স্পিনার ঝকঝকে কেরিয়ারে মোট ১২৪টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেন। তিনি ১৯.৬৯ গড়ে সংগ্রহ করেন ৫৮৯টি উইকেট। ফার্স্ট ক্লাস ক্রিকেটে শিবালকর এক ইনিংসে ৫ উইকেট নেন ৪২ বার। দুই ইনিংস মিলিয়ে এক ম্যাচে তিনি ১০ উইকেট নেন ১৩ বার। এক ইনিংসে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ১৬ রানে ৮ উইকেট। ফার্স্ট ক্লাস ক্রিকেটে অত্যন্ত কৃপণ বোলিং করেন শিবালকর। তিনি ওভার প্রতি মাত্র ২.০৪ রান খরচ করেন।
ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫১৫ রান সংগ্রহ করেন শিবালকর। তিনি ক্যাচ ধরেন ৬৩টি। এছাড়া ১২টি লিস্ট-এ ম্যাচে শিবালকর মোট ১৬টি উইকেট সংগ্রহ করেন। লিস্ট-এ ক্রিকেটে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৩৫ রানে ৩ উইকেট। ১৯৬১-৬২ মরশুম থেকে ১৯৮৭-৮৮ মৌসুম পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন শিবালকর। অর্থাৎ, আড়াই দশকেরও বেশি দীর্ঘ ছিল তাঁর কেরিয়ার।
উল্লেখ্য, মঙ্গলবার দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টস হারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :