AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত জিততেই কংগ্রেস নেত্রীকে আক্রমণ পাকিস্তানি ইউটিউবার জুটির


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৭ পিএম, ৫ মার্চ, ২০২৫
ভারত জিততেই কংগ্রেস নেত্রীকে আক্রমণ পাকিস্তানি ইউটিউবার জুটির

গত রবিবার নিউজিল্যান্ডের ম্যাচে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী। এই নিয়ে ভারতের রাজনৈতিক মহলে জোর তরজা চলে। এই বিতর্কের মাঝেই রবিবার রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। 

গত দেড় বছরের মধ্যে ভারতকে এই নিয়ে চতুর্থ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তুললেন রোহিত শর্মা। সেই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। আর ভারত জিততেই পাকিস্তানি ইউটিউব জুটি ওয়াসে হাবিব এবং সৈয়দ কামার রাজা ওরফে ইফফি ধুয়ে দিলেন শামাকে।

গতকাল ম্যাচ শেষের পরে ইউটিউব লাইভে ইফি বলেন, ‍‍`গত ২৪ ঘণ্টা ধরে যা নিয়ে এত চর্চা চলছিল, ভারতের এক রাজনৈতিক নেত্রী, আমি তার নাম নেব না... তিনি রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, রোহিতের ক্যাপ্টেন্সি আনইমপ্রেসিভ। তিনি রোহিতের শরীর নিয়ে মন্তব্য করেন। রোহিতের বডিশেমিং করেন। আর তার নেতৃত্বে ভারত বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি২০ বিশ্বকাপ আর এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে ভারত। লজ্জা হওয়া উচিত। যারা যারা রোহিত শর্মার অধিনায়কত্ব এবং পেট নিয়ে প্রশ্ন তোলেন, তারা মজা হয়ত করতে পারেন। তবে এমন অধিনায়ককে নিয়ে এহেন মন্তব্য আপনারা করতে পারেন না।‍‍` এদিকে এরই সঙ্গে ওয়াসে বলেন, ‍‍`এটা ঠিক করেননি আপনি। একজন ক্রিকেটারকে এভাবে বলতে পারেন না আপনি। আমাকে বলুন যে তাঁর অধিনায়কত্বে কী আনইমপ্রেসিভ দেখতে পেয়েছেন আপনি? ও তুয়ে সবাইকে মেরে (হারিয়ে) দিয়েছে।‍‍`

এদিকে ভারতের জয়ের পর শামা মহম্মদ আবার নিজের সুর কিছুটা বদলেছেন। বার্তাসংস্থা এএনআইকে শামা বলেন, ‍‍`রোহিত শর্মার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে জিতেছে বলে আজ আমি খুব, খুব খুশি। খুব খুশি, খুব খুব উত্তেজিত, এবং বিরাট কোহলিকে অভিনন্দন ৮৪ রান করার জন্য এবং আইসিসি নকআউটে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ রান করার জন্য। আমি খুবই উত্তেজিত এবং ফাইনালের অপেক্ষায় আছি।‍‍`

উল্লেখ্য, এর আগে গত রবিবার রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ বলেছিলেন, ‍‍`একজন খেলোয়াড়ের হওয়ার পক্ষে রোহিত শর্মা অনেক বেশি মোটা। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সবথেকে বাজে অধিনায়ক।‍‍` শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।

এদিকে কংগ্রেস নেতা পবন খেরা এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, শামার মতামত একান্তই তাঁর নিজেস্ব। দলের সঙ্গে এক কোনও যোগ নেই। পবন আরও জানান, দল শামাকে সেই পোস্টটি মুছে ফেলার নির্দেশ দিয়েছিল। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে পবন দাবি করেন, ভারতের ক্রীড়াবিদদের অবদানকে সবসময় সম্মান করে কংগ্রেস। দলের নির্দেশ মেনে সেই পোস্টটি মুছেও ফেলেন শামা। পরে নিজের পোস্টের পরিপ্রেক্ষিতে সাফাইও দেন শামা। বলেন, ‍‍`এটা একটা সাধারণ পোস্ট ছিল‍‍`।

এরপর তিনি আরও বলেন, ‍‍`একটি গণতন্ত্রে কীভাবে নিজের মত প্রকাশ করা যায় না, আমি তা ভেবে অবাক।‍‍` এদিকে নিজের পোস্টের জন্যে শামা ক্ষমা চাননি। তবে এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি ‍‍`রোহিতের‍‍` ওপর জোর দেন নিজের মন্তব্যে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!