পাকিস্তানের ক্রিকেটে নাটকের কোনও কমতি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকেরা গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। এ বার সে দেশের ঘরোয়া ক্রিকেট বিরল সব দৃশ্য দেখা গিয়েছে। সাজঘরে ঘুমিয়ে পড়ার কারণে সঠিক সময়ে ক্রিজে নামতে না পারায় ‘টাইম্ড আউট’ হয়ে গেলেন সাউদ শাকিল। তিন বলে চার উইকেট পড়ল তার দলের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন তিনি। দেশ বিদায় নেওয়ায় খেলছেন ঘরোয়া ক্রিকেটে। প্রথম শ্রেণির ম্যাচে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (এসবিপি) হয়ে খেলছেন। পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) বিরুদ্ধে খেলা চলছে।
পর পর দু’টি উইকেট পড়ার পর পাঁচ নম্বরে নামার কথা ছিল শাকিলের। কিন্তু নির্ধারিত তিন মিনিটের মধ্যে ক্রিজ়ে পৌঁছোতে পারেননি তিনি। তখন পিটিভি দলের অধিনায়ক আমাদ বাট আম্পায়ারদের কাছে ‘টাইম্ড আউট’-এর আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে শাকিলকে আউট ঘোষণা করেন আম্পায়ারেরা।
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাজঘরে ঘুমিয়ে পড়েছিলেন শাকিল। পর পর উইকেট পড়ার পর কেউ তাকে ডেকে দেওয়ায় ঘুম ভাঙে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি হয়ে ক্রিজে পৌঁছতে পারেননি। নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট হওয়ার তিন মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটার ক্রিজে পৌঁছে বল খেলার জন্য তৈরি না হলে তাকে ‘টাইম্ড আউট’ দেওয়া হয়। অতীতে এ ধরনের আউট হয়েছেন ছয় ব্যাটার। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটার এবং প্রথম পাকিস্তানের ক্রিকেটার হিসাবে ‘টাইম্ড আউট’ হলেন শাকিল।
ম্যাচে কম নাটকের মুহূর্ত তৈরি হয়নি। পিটিভির বোলার মহম্মদ শাহজ়াদ পর পর আউট করেছিলেন উমর আমিল এবং ফাওয়াদ আলমকে। পরের বলে শাকিল ‘টাইম্ড আউট’ হন। শাকিলের পর ক্রিজ়ে নেমেছিলেন মহম্মদ ইরফান। পরের বলেই তার স্টাম্প ভেঙে দেন শাহজাদ। হ্যাটট্রিক করেন তিনি। ফলে তিন বলে চার উইকেট হারায় এসবিপি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :