AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যালিসনের অবিশ্বাস্য গোলকিপিংয়ে জয় পেল লিভারপুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৯ পিএম, ৬ মার্চ, ২০২৫
অ্যালিসনের অবিশ্বাস্য গোলকিপিংয়ে জয় পেল লিভারপুল

মাঠে পুরোটা সময় পিএসজির দাপট দেখা গেছে। গোলমুখে ২৭টি শট করেছে তারা। তবে গোলকিপার আলিসনের কাছে পরাস্ত তারা। অন্যদিকে খেলা শেষ হওয়ার ঠিক তিন মিনিট আগে হার্ভি এলিয়টের অন টার্গেটে শট, আচমকা গোল! আলিসনের বীরত্বের পর ওই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জয় নিয়ে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব।বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ২টায় ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল।

ম্যাচের প্রথমার্ধে অফসাইডের কারণে ফরাসি ক্লাবের একটি গোল বাতিল হওয়ার পর থেকে আলিসন গোলমুখে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। ব্রাজিলিয়ান এই ‘বাজপাখি’ একের পর এক গোল না ঠেকালে ম্যাচটা প্রথমার্ধেই হেরে যেত লিভারপুল। ৫-৬টি দুর্দান্ত সেভ দিয়েছেন, সব মিলিয়ে ৯টি গোল বাঁচিয়েছেন আলিসন। যা চ্যাম্পিয়নস লিগে কোনো লিভারপুল গোলরক্ষকের সর্বোচ্চ। পাশাপাশি ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো ব্রাজিলিয়ান গোলরক্ষকেরও সর্বোচ্চ।

তবে ম্যাচের শেষবেলায় এসে আলো সব নিজের দিকে নিয়েছেন এলিয়ট। ৮৬তম মিনিটে মোহাম্মদ সালাহর বদলি হিসেবে নামেন তিনি। নেমেই গোল, অবশ্য এখানেও বড় অবদান আলিসনেরও। উঁচু করে শট নেন তিনি। নুনেস বল নিয়ন্ত্রণে নিয়ে পাস দেন বক্সে, ছুটে গিয়ে শট নেন এলিয়ট। যা গোলরক্ষক ডোনারুম্মার হাতে লেগে জালে জড়ায়। আর উল্লাসে মেতে ওঠে লিভারপুল শিবির।

একুশে সংবাদ/ এস কে

Link copied!