AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:০৪ পিএম, ৬ মার্চ, ২০২৫
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের কাছে হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়াকে ৪০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে শ্রাবনী, বৃষ্টি, রুপালিরা। ৫২-১২ পয়েন্টে ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই ২২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ২৭ পয়েন্ট ছিল বাংলাদেশের। আর মালয়েশিয়ার সংগ্রহে ছিল ৫ পয়েন্ট। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশের খেলোয়াড়রা। মালয়েশিয়া কোন রকমে পয়েন্টে দুই অঙ্কের ঘর ছুঁয়েছে। ৫২-১২ পয়েন্টে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে। আর ভারত ৬৪-২৩ পয়েন্টে বাংলাদেশকে হারায়।

আগামীকাল গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর দেড়টায় শুরু হবে খেলা। আট বছর পর আজ ইরানে শুরু হয়েছে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সাত দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। আগামীকাল দুটি সেমিফাইনাল ও ৮ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!