AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফ্রিদির বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:১৩ পিএম, ৬ মার্চ, ২০২৫
আফ্রিদির বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি অভিযোগ তুলেছেন, এবারের বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশে এলেও ফ্র্যাঞ্চাইজি তাকে প্রতিশ্রুত পারিশ্রমিক দেয়নি। এমনকি চিটাগং কিংসের মালিক এখন তার ফোনও ধরছেন না।

ইতোমধ্যে এ বিষয়ে আফ্রিদি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই-মেইল করেছেন। ফারুক আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়োগ দেবে, সে বিষয়ে বিসিবির কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত নই। খেলোয়াড়দের চুক্তির ক্ষেত্রে বোর্ড জড়িত থাকে, কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের ক্ষেত্রে নয়।

তবে ফারুক আহমেদ স্বীকার করেছেন, শহীদ আফ্রিদির মতো একজন ক্রিকেটার যদি কোনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাহলে সেটি দেশের ক্রিকেটের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে। যদিও বিসিবির আইনগতভাবে কিছু করার নেই, তবে তিনি চিটাগং কিংসের মালিককে অনুরোধ করবেন আফ্রিদির পাওনা পরিশোধ করতে।

তিনি বলেন, আমরা শুধু অনুরোধ করতে পারি, কারণ আইনি ভিত্তি নেই। তবে ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হব।

এদিকে বিসিবি সভাপতি বর্তমানে লাহোরে আইসিসির আমন্ত্রণে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দেখতে গেছেন। সেখানে তিনি অন্যান্য বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা করছেন। এরই ধারাবাহিকতায় তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির সম্মতি আদায় করেছেন, যাতে পাকিস্তান দল জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসে। আলোচনায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির একটি সিরিজ আয়োজনের বিষয়ে কথা হয়েছে।

ফারুক আহমেদ বিসিসিআই প্রধানের সঙ্গেও কথা বলেছেন ভারতের বাংলাদেশ সফর নিয়ে। তিনি বলেন, আগামী তিন বছরে আমরা ১১-১২টি হোম সিরিজ আয়োজন করব। ভারতের সফরটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে টিভি সম্প্রচার স্বত্বের জন্য।


একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!