২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসান অধিনায়কত্ব ছাড়লে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেয়া হয় নাজমুল হোসেন শান্তর হাতে। অধিনায়কত্বের শুরুটা ভালো হলেও ধীরে ধীরে নিজের ফর্মের জন্য সমালোচিত হতে শুরু করেন শান্ত। বিশেষ করে সাদা বলে তার ধারাবাহিকতা এবং স্ট্রাইক রেট নিয়ে সবসময়ই প্রশ্ন উঠেছে।
এবার শান্তকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার (৮ মার্চ) বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই তথ্য জানিয়েছেন।
আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতোমধ্যে দুই একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব।`
আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকে পরিকল্পনা করবে বিসিবি। সেজন্য ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায় বিসিবি। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের বাড়তি নজর দিচ্ছেন বোর্ড সভাপতি।
এ প্রসঙ্গে ফারুক বলেন, `আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।`
আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।`
শান্তর নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি করতে পারলেও ব্যর্থতা নিয়েই সে বিশ্বকাপ শেষ করতে হয়েছে টাইগারদের। সমালোচনার মুখে বিশ্ব আসর থেকে দেশে ফিরেই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। তবে বিসিবির অনুরোধে সেটা আর করতে পারেননি।
আলাদা করে টি-টোয়েন্টির কথা বলায় ওয়ানডে এবং টেস্টের অধিনায়ক হিসেবে শান্তই থাকছেন বলে ধারণা করা যাচ্ছে। চলতি সপ্তাহেই টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বোর্ড প্রধান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :