AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আয়োজক হয়েও পুরস্কার বিতরণে নেই পাকিস্তানের কেউ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৫ এএম, ১০ মার্চ, ২০২৫
আয়োজক হয়েও পুরস্কার বিতরণে নেই পাকিস্তানের কেউ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জয়ের পর ট্রফি বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না দেখে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি ছাড়াও  ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া পদক বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন ফাইনালের পর। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হওয়া সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কোনো প্রতিনিধি ছিল না, যা দেখে অবাক শোয়েব।  

পাকিস্তান বেশ ঢাকঢোল পিটিয়ে এই প্রতিযোগিতার আয়োজক হয়েছিল, কিন্তু ভারত-পাকিস্তানের দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত সেদেশে খেলতে যেতে অস্বীকার করে। এরপর আইসিসি হাইব্রিড মডেল গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ফাইনালসহ ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইয়ে খেলে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ভেন্যু ভারতের সেমিফাইনালের ফলাফলের উপর নির্ভর করেছিল। কারণ ভারত হেরে গেলে ম্যাচ হত পাকিস্তানের। তবে টিম ইন্ডিয়া অজিদের হারাতেই পাকিস্তান থেকে সরে যায় ফাইনাল।

শোয়েব আখতার বলছেন, ‍‍` ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ ছিল না আজকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও মঞ্চে ছিলেন না পাকিস্তানের কোনো প্রতিনিধি। ট্রফি বিতরণ করতে কি কেউ ছিল না? এটা আমার বোধগম্য হচ্ছে না। চিন্তা করো একবার।। এটা ছিল বিশ্বমঞ্চ, আপনাদের সেখানে থাকা উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় আমি সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে দেখতে পাইনি। আমরা টুর্নামেন্ট আয়োজন করলেও এত বড় অনুষ্ঠানে কেউ ছিল না। এটা দেখে খুব খারাপ লাগছে।’

বিসিসিআই সভাপতি বিনি ভারতকে সাদা জ্যাকেট এবং ম্যাচ অফিসিয়ালদের পদক প্রদান করেন, আইসিসি চেয়ারম্যান জয় শাহ রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেন এবং ভারতীয় খেলোয়াড়দের পদক প্রদান করেন। অর্থাৎ পিসিবির কেউ উপস্থিত থাকলে তাদের দিয়েও ফাইনালের ক্রিকেটারদের পুরস্কার দেওয়া হত, কিন্তু সেটা না হওয়ায় বিসিসিআইকেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করা পাকিস্তান দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং কোন জয় ছাড়াই শেষ হয় তাদের এবারের এই আইসিসি ইভেন্টের অভিযান। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা, আর বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এর মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটিও পাকিস্তানকে খেলতে হয়েছিল নিজেদের দেশের বাইরে, দুবাইয়ের মাটিতে।

এদিকে ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার টিম ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ সময় অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত হাফসেঞ্চুরি, স্পিনার বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের অনবদ্য স্পেল এবং কেএল রাহুলের ধৈর্যশীল ফিনিশিংয়ে ভর দিয়ে ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লুজরা। ১২ বছর পর ফের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রোহিত-বিরাটরা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!