আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক। শেষ কয়েক বছরে ইংল্যান্ডের এই ক্রিকেটার রয়েছেন দুর্দান্ত ফর্মে। আর তিন ফরম্যাটেই তিনি ইংরেজদের হয়ে খেলে আসছেন। তাই বিশ্রাম নেওয়ার জন্যই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি, যার ফলে তাঁর দল দিল্লি ক্যাপিটালস পড়ে গেল বেশ সমস্যায়।
জানা যাচ্ছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে হ্যারি ব্রুক জানান তিনি আইপিএলে চলতি আসরে খেলবেন না। এরপরই বিসিসিআইকে ইসিবির তরফ থেকে বিষয়টি জানানোর পর ভারতীয় বোর্ড দিল্লি ক্যাপিটালসকে খবরটি দেয়। যদিও বিসিসিআইয়ের নিয়ম রয়েছে, কোনও ঠিকঠাক কারণ ছাড়া যদি কোনও ক্রিকেটার নিলামে নাম দেওয়ার পরেও আইপিএল থেকে সরে দাঁড়ায় তাহলে তাঁকে এই লিগে দু বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
গত বছর নভেম্বর মাসে সৌদি আরবের জেদ্দাহতে ৬.২৬ কোটি টাকায় ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির। তবে সম্প্রতি ব্রুক একটি পোস্ট করে লিখেছিলেন নিজের ক্যারিয়ারের সব থেকে ব্যস্ততম সময় পার করার পর আপাতত তাঁর বিশ্রামের প্রয়োজন। আসলে জোস বাটলার অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর পর ব্রুককেই পরবর্তী সিমিত ওভারের ফরম্যাটের অধিনায়ক হিসেবে বাছতে পারে ইংল্যান্ড বোর্ড।
ব্রুক সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর। আমি এই সিদ্ধান্তের জন্য দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থী। আমি ক্রিকেটকে খুব ভালোবাসি, আর ছোট থেকেই দেশের জন্য খেলার স্বপ্ন দেখেছি। আমি এই পর্যায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত খুশি ’।
এরপর ব্রুক জানান, ‘আমি আমার বিশ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এটা ইংল্যান্ড ক্রিকেটের জন্য অত্যন্ত কঠিন একটা সময় আর আমার উচিত আগামী সিরিজগুলোর জন্য নিজেকে তৈরি রাখা। আর সেই কারণে আমার কিছুটা সময় লাগবে নিজেকে পুনরায় রিচার্জ(ফিট) করে তোলার জন্য আমার কেরিয়ারের এত ব্যস্ততম সূচির পর। আমি জানি সবাই আমার বিষয়টা বুঝবে না, সেটা আমি আশাও করি না। তবে আমায় সেটাই করতে হবে, যেটা আমি ঠিক মনে করি। আর দেশের জন্য খেলাই আমার প্রধান ফোকাস। আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ ’।
গত বছরের সেপ্টেম্বরেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হয়েছিল, যদি কোনও বিদেশি ক্রিকেটার আইপিএলে রেজিস্টার করানোর পর তাঁদের নিলামে কেনার পরেও সরে দাঁড়ায় তাহলে তাঁকে দুবছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত করা হবে। একমাত্র চোট বা মেডিক্যাল কারণকে এর থেকে বাদ রাখা হয়েছিল। তবে ব্রুকের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়।
আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, এই প্রথম নয়। এর আগেও হ্যারি ব্রুক গত বছর দিল্লি ক্যাপিটালস দল থেকে সরে দাঁড়িয়েছিল আইপিএলের ঠিক আগে। সেবারও তাঁকে নিলাম থেকে নিয়েছিল রাজধানির ফ্র্যাঞ্চাইজি। গত বছর তো প্রতিযোগিতা শুরুর মাত্র ১০ দিন আগে ব্রুক ক্যাপিটালস কর্তৃপক্ষকে জানিয়েছিল যে তিনি খেলতে আসবেন না। তবে সেবার অবশ্য তাঁর পরিবারের এক দুর্ঘটনা ঘটেছিল।
২০২৩ সালে একটাই মরশুমে ইংরেজদের এই ক্রিকেটার খেলেছিলেন। যেখানে ১১ ম্যাচে ১৯০ রান তিনি করেন ২২.১১ ব্যাটিং গড়ে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে তিনি মাত্র ৫৫ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। প্রসঙ্গত এবারের আইপিএল শুরু হচ্ছে মার্চের ২২ তারিখ। আর দিল্লির প্রথম ম্যাচ ২৪ মার্চ বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এখনও চূড়ান্ত হয়নি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :