AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোজা রেখেই মাঠে নামছেন ১৯ বছরের ইয়ামাল, থাকছে বিশেষ ব্যবস্থা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:০৫ পিএম, ১১ মার্চ, ২০২৫
রোজা রেখেই মাঠে নামছেন ১৯ বছরের ইয়ামাল, থাকছে বিশেষ ব্যবস্থা

দিনের বেলায় রোযা, রাতে ফুটবল। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ স্তরে মুসলিম ফুটবলারদের জন্য চিত্রটা এমনই। মোহাম্মাদ সালাহ, নাসের মাজরাউই কিংবা ওমর মারমৌশরা রমজানের রোজা পালন শেষ করেই খেলতে নেমেছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। তিনি হলেন বার্সেলোনার তরুণ ফুটবলার লামিন ইয়ামাল।

বাবা মরক্কোর এবং মা গিনির হলেও স্পেনে জন্মগ্রহণ করেছেন তিনি। মুসলিম পরিবারের সন্তান হওয়ায় পবিত্র রমজান মাসে বিশ্বের বাকি সব মুসলমানের মতো রোযা পালন করছেন তিনিও। সেই অবস্থাতেই খেলছেন লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। 

বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে তাকে দ্রুত উঠিয়ে নেয়ার পেছনেও রমজান মাসের রোজা পালনকেই বড় করে দেখেছিলেন অনেকেই। তাই গুঞ্জন উঠেছে, ক্লাবের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে ইয়ামালের রোজা পালন করার ক্ষেত্রে। 

তবে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ট্যাকটিকাল কারণেই সেদিন এই তরুণকে উঠিয়ে নেন কোচ ফ্লিক। রমজানের রোজা পালনের ক্ষেত্রে লামিনে ইয়ামালকে কোনো প্রকার বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে না। 

বরং ক্লাবের মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে লামিনে ইয়ামালের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে লামিনের ইয়ামালের সাহরি এবং ইফতারের মেন্যু ঠিক করে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। 

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয় লেগে রাতে বেনেফিকার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এদিন শুরুর একাদশে থাকলে রোযা রেখেই মাঠে নামতে হবে ইয়ামালকে। ম্যাচের মাঝেই ইফতার করতে হবে তাকে। তাই ক্লাবের পক্ষ থেকে ইয়ামালের ইফতারের প্রতি রাখা হচ্ছে নজর।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!