প্রথম লেগে লিভারপুল জয় পেয়েছিল গোলকিপার অ্যালিসনের বীরত্বে। এবার পিএসজি জয় পেয়েছে তাদের গোলকিপার দোনারুম্মার বীরত্বে। পার্ক দে প্রিন্সেসে পুরো ৯০ মিনিটে গোল করতে না পারা পিএসজি অ্যানফিল্ডে ১২তম মিনিটেই এগিয়ে যায়। পিএসজির হয়ে গোল করেন চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা দেম্বেলে।
দেম্বেলের গোলের কারণে দুই লেগ মিলিয়ে ১-১ সমতা টানে পিএসজি। এরপর পুরো ৯০ মিনিটে কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ত্রিশ মিনিটেও গোলের দেখা পায়নি দুই দলের কেউ। এরপর চূড়ান্ত ফলাফলের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে বাজিমাত করে পিএসজি।
ফরাসি ক্লাবটির নায়ক বনে যান তাদের ইতালিয়ান গোলরক্ষক দোনারুম্মা। টাইব্রেকারে পিএসজির হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ে। কারও শটই আটকাতে পারেননি লিভারপুল গোলকিপার অ্যালিসন। ব্রাজিলিয়ান এই গোলকিপার প্রথম লেগে একাই সেভ করেছিলেন ১৬টি শট।
আর দোনারুম্মা আটকে দেন দ্বিতীয় ও তৃতীয় ক্রমে যাওয়া দারউইন নুনেজ ও কার্টিস জোনসের শট। পিএসজি চতুর্থ শটে গোল পেয়ে গেলে লিভারপুলের আর চতুর্থ পেনাল্টি নেয়ার দরকার হয়নি। পেনাল্টিতে লিভারপুলের হয়ে গোল করেন সালাহ।
রাতের বাকি তিন ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ইন্টার মিলান। বায়ার্ন ২-০ গোলে হারিয়েছে লেভারকুসেনকে, বার্সা ৩-১ গোলে বেনফিকাকে আর ইন্টার ২-১ গোলে হারিয়েছে ফেইনুর্ডকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :