ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন তামিম ইকবাল। তার শতক হাঁকানোর দিনে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দাপুটে জয় তুলে নিলো মোহামেডান।
এদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে বুধবার (১২ মার্চ) ব্রাদার্সের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৩ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় তুলে নেয় মোহামেডান। ১০৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক তামিম। এছাড়া ৭৫ রানে অপরাজিত ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ব্রাদার্সের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন আল আমিন হোসেন।
এবারের ডিপিএলের শুরুটা ভালো হয়নি তামিমের। প্রথম ম্যাচে ২২ রানের পর দ্বিতীয় ম্যাচে ১৪ রানে থেমেছে তার ইনিংস। তবে তৃতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২৫ রানের অপরাজিত ইনিংসের পর আজ ব্রাদার্সের বিপক্ষে হাঁকালেন আরও একটি শতক।
এদিন রান তাড়ায় নেমে আগ্রাসী ব্যাটিং করেন তামিম। শুরুতে ওপেনিং সঙ্গী মেহেদী হাসান মিরাজকে হারালেও থামেননি তিনি। দ্বিতীয় উইকেটে অঙ্কনকে নিয়ে বরং ব্রাদার্সের বোলারদের উপর আরও চড়াও হন। শেষ পর্যন্ত ৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০৫ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে ৯৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত ছিলেন অঙ্কন।ব্রাদার্সের পক্ষে একমাত্র সফল বোলার আল আমিন হোসেন ১ উইকেট নিতে ৪ ওভার বল করে ২৩ রান খরচ দেন।
এর আগে বল হাতে ব্রাদার্সকে অল্প রানে আটকে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাইজুল ইসলাম ও আবু হায়দার রনি। তাইজুল ১০ ওভার বল করে ৩১ রান খরচায় ১ মেডেনসহ ৪ উইকেট তুলে নেন। ৬.৪ ওভার বল্য করে ২৪ রান খরচায় ১ মেডেনসহ ৩ উইকেট তুলে নেন রনি।
ব্রাদার্সের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। এছাড়া ৩২ রানের ইনিংস খেলেন আইচ মোল্লা।ডিপিএলে এদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে মিরপুরেও একই ব্যবধানে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে আবাহনী লিমিটেড।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :