AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি বাড়ানোর ইঙ্গিত দিলেন কিমিচ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩১ পিএম, ১২ মার্চ, ২০২৫
বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি বাড়ানোর ইঙ্গিত দিলেন কিমিচ

আগামী কয়েকদিনের মধ্যে বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মিডফিল্ডার জসুয়া কিমিচ। তার সহযোগিতায় গতকাল বায়ার লেভারকুসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেভারিয়ান্সরা।

৩০ বছর বয়সী কিমিচের সাথে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ চলতি মৌসুমের পরেই শেষ হয়ে যাবে। বায়ার্নের হয়ে এটি তার ক্যারিয়ারের ১০ম মৌসুম। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেছেন, ‘বল এখন কিমিচের কোর্টে’। চুক্তি বাড়ানোর বিষয়টি এখন সম্পূর্ণভাবেই তার উপর নির্ভল করছে।

জার্মান অধিনায়ক গণমাধ্যমে বলেছেন, ‘নতুন চুক্তি বিষয়টি অবশ্যই আগামী কয়েকদিনের মধ্যে সামনে আসবে।’ 
এর আগে ফেব্রুয়ারিতে অধিনায়ক ম্যানুয়েল নয়্যার, মিডফিল্ডার জামাল মুসিয়ালা ও ডিফেন্ডার আলফোনসো ডেভিস বায়ার্নের সাথে চুক্তি নবায়ন করেছেন।

২০১৫ সালে আরবি লিপজিগ থেকে বায়ার্নে এসেছিলেন কিমিচ। এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় বায়ার্নের জার্সিতে খেলেছেন ৪২৯টি ম্যাচ। আটটি বুন্দেসলিগ শিরোপা ছাড়াও ২০২০ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। জার্মান জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচ খেলে ৭ গোল করেছেন।

বুন্দেসলিগায় এবারের মৌসুমে এই মুহূর্তে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেনের থেকে আট পয়েন্ট এগিয়ে রয়েছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।


একুশে সংবাদ/ এস কে

Link copied!