AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ বাছাইপর্বে নাইজেরিয়া দলে ওশিমেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪১ পিএম, ১২ মার্চ, ২০২৫
বিশ্বকাপ বাছাইপর্বে নাইজেরিয়া দলে ওশিমেন

রুয়ান্ডা ও জিম্বাবুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নাইজেরিয়া দলে কোচ এরিক শেলের অধীনে ডাক পেয়েছেন ভিক্টর ওশিমেন ও আদেমোলা লুকমান। ইনজুরির কারনে বাছাইপর্বে নাইজেরিয়ান প্রথম চার ম্যাচে খেলতে পারেননি ওশিমেন। তিন ড্র ও এক পরাজয়ে এখনো গ্রুপ-সি’তে প্রথম জয়ের জন্য মুখিয়ে থাকা নাইজেরিয়া দলে ফিরেছেন তারকা এই স্ট্রাইকার।

গ্রুপে তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সুপার ঈগলসরা। চার পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা দুই দল রুয়ান্ডা ও দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে রয়েছে নাইজেরিয়া। এদিকে আফ্রিকার বর্তমান বর্ষসেরা খেলোয়াড় আদেমোলাকেও দলে ডাকা হয়েছে। আটালান্টার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এ পর্যন্ত ১৮ গোল করে দুর্দান্ত ফর্মে থাকা আদেমোলাকে সঙ্গত কারনেই দলে ডাকা হয়েছে।

বাছাইপর্বের ম্যাচ খেলতে আগামী ২১ মার্চ রুয়ান্ডা সফরে যাবে নাইজেরিয়া। চারদিন পর ঘরের মাঠে তলানির দল জিম্বাবুয়েকে আতিথ্য দিবে। জানুয়ারিতে জাতীয় দলের নতুন কোচ হিসেবে মালির সাবেক বস শেলেকে নিয়োগি দেয় নাইজেরিয়া। গত বছর ২০২৫ আফ্রিকান নেশন্স কাপের টিকেট নিশ্চিত করেছে নাইজেরিয়া। এখন বিশ্বকাপে জায়গা করে নেবার অপেক্ষা।

স্কোয়াড :

গোলরক্ষক : স্ট্যানলি নওয়াবালি, আমাস ওবাসোগি, কেওডে বানকোলে

ডিফেন্ডার : উইলিয়াম একং, ব্রাইট ওসায়ি-স্যামুয়েল, ব্রুনো ওনিমায়েচি, কালভিন বাসে, ওলা এইনা, ইগো ওগবু

মিডফিল্ডার : উইলফ্রিড এনডিডি, রাফায়েল ওনিডিকা, আলহাসান ইউসুফ, এ্যালেক্স ইওবি, জো আরিবো, পাপা ড্যানিয়েল মুস্তফা

ফরোয়ার্ড : স্যামুয়েল চুকুয়েজে, ভিক্টর ওশিমেন, আদেমোলা লুকমান, ভিক্টর বোনিফেস, মোসেস সিমন, সাদিক উমর, ন্যাথান টেলা, টোলু আরোকোদারে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!