AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দু’দিনব্যাপী বিওএ’র কর্মশালা অনুষ্ঠিত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৪০ পিএম, ১২ মার্চ, ২০২৫
দু’দিনব্যাপী বিওএ’র কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী ‘জেন্ডার ইকুয়ালিটি ও উইমেন লিডারশীপ’ শীর্ষক কর্মশালা আজ শেষ হয়েছে।আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক সলিডারিটির অর্থায়নে এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সহযোগিতায় প্রথমবারের মত বিওএ এ ধরনের কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় অলিম্পিক ও নন-অলিম্পিক ভূক্ত বিভিন্ন জাতীয় ফেডারেশন হতে মোট ৪৭ জন খেলোয়াড়, প্রশিক্ষক ও সংগঠক অংশগ্রহণ করেছেন।

অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর। বিওএ মহাপরিচালক এসময় নারীদের অধিকার ও নারীদের সঠিক সম্মান প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কর্মশালার প্রথম দিনে প্রফেসর ডা: মোহাম্মদ শফিকুর রহমান কিভাবে একজন ক্রীড়া ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি নিজের ব্যক্তিগত দক্ষতার উন্নতি করতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আলোচনা শেষে অংশগ্রহণকারীদের এ বিষয়ের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এরপর আখতার হোসেন খান বাংলাদেশে জেন্ডার ইকুয়ালিটির অবস্থান এবং বাংলাদেশে নারীদের ক্রীড়াক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং কি কি সুযোগ-সুবিধা প্রতিয়মান রয়েছে তা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীগণ ৬টি গ্রুপে কেস স্ট্যাডিতে প্রদেয় সমস্যার সমাধানের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে নারীদের বিচরণ কীভাবে বৃদ্ধি করা যায় এ নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন।

কর্মশালার দ্বিতীয় দিনে মো: মাহফুজুর রহমান সিদ্দিকী ক্রীড়া ক্ষেত্রে নারীদের নেতৃত্ব তৈরির বিষয়ে আলোচনা করেন। ডা: ফারজানা আক্তার ভূইয়া ক্রীড়া ক্ষেত্রে ফিটনেস ও সুস্থতা নিশ্চিত করনে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে আবারো অংশগ্রহণকারীগণ ৬টি গ্রুপে কেস স্ট্যাডিতে প্রদেয় সমস্যার সমাধানের মাধ্যমে নারীদের ক্রীড়াক্ষেত্রে বিচরণ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠান বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। এসময় তিনি বলেন এ ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে নারীদের নেতৃত্ব বৃদ্ধি করা সম্ভব বলে নিজের অভিমত ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিওএ’র কোষাধ্যক্ষ এ কে সরকার, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিওএ মহাপরিচালক ও কর্মকর্তাগণ।


একুশে সংবাদ/ এস কে

Link copied!