AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দল ঘোষণা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৫০ এএম, ১৩ মার্চ, ২০২৫
বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দল ঘোষণা

পাকিস্তানের মাটিতে ২০২৫ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল । আগামী ৫-১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। এর আগে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা ৩ এপ্রিল দেশ ছেড়ে যাবে। 

ঘোষিত দলে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার ইশমা তানজিম, যিনি এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক করেননি। তবে তিনি ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।এর আগে, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করলে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারত বাংলাদেশ। কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ হারায় বাছাইপর্ব খেলতে হচ্ছে টাইগ্রেসদের।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে, যেখানে মোট ৮টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ইতোমধ্যে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। স্বাগতিক দেশ হিসেবে সরাসরি জায়গা পেয়েছে ভারত।

এই ছয় দলের বাইরে আরও দুটি দল বাছাইপর্বের মাধ্যমে মূল পর্বে অংশ নেবে। বাছাইপর্বে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে- বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২০২৫ বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাবে।

বাছাইপর্বে ভালো পারফরম্যান্স করে বাংলাদেশ নারী দলের মূল পর্বে জায়গা করে নেয়ার আশা করছে বিসিবি ও ক্রিকেটপ্রেমীরা। ৩ এপ্রিল বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে।

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!