AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায়ের সমাপ্তি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩৬ পিএম, ১৩ মার্চ, ২০২৫
বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায়ের সমাপ্তি

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো ১২ মার্চ, যখন মাহমুদউল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক  ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। এর মাধ্যমে শেষ হলো বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের যুগ।

২০০১ সালে মাশরাফি বিন মুর্তজা ডানহাতি পেস বোলার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে অভিষিক্ত হন। এর পর একে একে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ দলে যোগ দেন। তারা একে একে বাংলাদেশের ক্রিকেটে সফলতার চাবি কাঠি হয়ে উঠেন এবং পাঁচজন মিলে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিতি পান।

তামিম ইকবাল ধীরে ধীরে দেশের সেরা ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং শেষ পর্যন্ত ২০২৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে অনেক বছর বাংলাদেশের ক্রিকেটের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তবে তিনি বর্তমানে রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন।     

মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সফলতম একজন অধিনায়ক হিসেবে দীর্ঘদিন জাতীয় দলের নেতৃত্ব দেন এবং ২০২০ সালে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন। মুশফিকুর রহিম দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নেন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশি।  

সবশেষে, মাহমুদউল্লাহ রিয়াদ যিনি দলের বিপদের সময় সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত। বুধবার (১২ মার্চ) সাদা বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এর মধ্যদিয়ে দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হয়ে যায়।

এই পাঁচ ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবেন। দেশের জন্য পঞ্চপাণ্ডবদের ত্যাগ এবং পারফরম্যান্স কোটি বাঙালির মনে চিরকাল স্মৃতি হয়ে থাকবে।তবে একটা আক্ষেপ হয়তো থেকেই যাবে ক্রিকেটপ্রেমীদের। কেননা, মাঠ থেকে তামিম-সাকিবরা বিদায় নিতে পারলেন না। সাকিব আল হাসানের শেষ ইচ্ছা ছিল, সবশেষ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাবেন তিনি, তবে তার সেই স্বপ্ন আদৌ কি পূরণ হবে?

সাদা বলের ক্রিকেট থেকে একে একে বিদায় নিলেন মাশরাফী, সাকিব, তামিম, মুশফিকুর রহিম এবং সবশেষে মাহমুদউল্লাহ। আর কোনো দিন একসাথে লাল-সবুজের জার্সিতে দেখা যাবে না এই পাঁচ জনকে। তবে বাংলাদেশের ক্রিকেটে তারা যা দিয়েছেন, তা হয়তো কোটি বাঙালির মনে স্মৃতি হয়ে থাকবে অনন্তকাল।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!