AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রাচ নিয়ে রাজস্থানের অনুশীলনে হাজির দ্রাবিড়!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫২ পিএম, ১৩ মার্চ, ২০২৫
ক্রাচ নিয়ে রাজস্থানের অনুশীলনে হাজির দ্রাবিড়!

স্থানীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। বুধবারই প্রকাশ্যে এসেছিল প্লাস্টার করা পায়ের ছবি। সেই পা নিয়েই রাজস্থান রয়্যালসের অনুশীলনে হাজির হলেন রাহুল দ্রাবিড়। ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন কোচকে। কোচের দায়বদ্ধতায় মুগ্ধ যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগেরা।

ক্রিকেটজীবনে ‘দ্য ওয়াল’ নামে পরিচিত ছিলেন কামড়ে পড়ে থাকা ছিল দ্রাবিড়ের সহজাত। কোচ হিসাবেও দ্রাবিড়ের দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ বদলায়নি।  

রাজস্থানের তরফে পোস্ট করা একটি ভিডিও দেখা গিয়েছে, গল্‌ফ কার্টে করে রাজস্থানের শিবিরে আসছেন দ্রাবিড়। বাঁ পায়ে তখনও বিশেষ প্লাস্টার বাঁধা। সেই অবস্থাতেই দু’কাঁধের নীচে ক্রাচ নিয়ে কিছুটা হেঁটে গিয়ে একটি চেয়ারে বসলেন। ওই অবস্থাতেও কোচকে সামনে পেয়ে মুগ্ধ যশস্বীরা।

বসে বসেই পরাগকে ব্যাটিংয়ের টেকনিক শেখান দ্রাবিড়। মন দিয়ে শোনেন মাহিশ থিকশানার কথা। এর পর এক জায়গায় দাঁড়িয়ে যশস্বীর সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন। তাঁকেও ব্যাটিংয়ের কৌশল শেখান। গোটা অনুশীলনে বেশ হাসিখুশি মেজাজেই দেখা গিয়েছে রাজস্থানের কোচকে। শেষে তিনি গল্‌ফ কার্টে চেপেই ফিরে যান।

বুধবারই দ্রাবিড়ের শিবিরে যোগ দেওয়ার কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। কোচের একটি ছবি দিয়েছিলেন তাঁরা। তাতে দেখা যাচ্ছিল, হাসিমুখে চেয়ারে বসে রয়েছেন দ্রাবিড়। যদিও তাঁর বাঁ পায়ে এখনও বিশেষ ধরনের প্লাস্টার করা। চোট সম্পূর্ণ না সারলেও দ্রাবিড় এখন অনেকটাই ফিট। রাজস্থান রয়্যালস সমাজমাধ্যমে লিখেছিস, ‘‘আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বুধবার জয়পুরে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন।’’

কিছু দিন আগে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের তৃতীয় ডিভিশন লিগের সেমিফাইনালে খেলতে নেমেছিলেন। সেই ম্যাচে ৫২ বছরের দ্রাবিড়ের অন্যতম সতীর্থ ছিলেন তাঁর ১৬ বছরের ছেলে অন্বয়। সেই ম্যাচে ৮ বলে ১০ রান করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!