AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন ম্যাচ পর মাঠে ফিরেই মেসির গোল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫০ পিএম, ১৪ মার্চ, ২০২৫
তিন ম্যাচ পর মাঠে ফিরেই মেসির গোল

প্রথম বার জামাইকায় খেললেন লিওনেল মেসি। ঠিক ছিল ক্যাভালিয়র ক্লাবের স্টেডিয়ামে হবে ম্যাচ। মেসিকে ঘিরে উন্মাদনা দেখে ম্যাচ সরানো হয় ৩৫ হাজার দর্শকাসনের ন্যাশনাল স্টেডিয়ামে। 

চোটের জন্য ইন্টার মায়ামির হয়ে শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি মেসি। মাঠে ফিরেই গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। তার গোলের সুবাদে অ্যাওয়ে ম্যাচে ক্যাভালিয়েরকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দু’লেগে ৪-০ ব্যবধানে জিতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন মেসিরা।

এই প্রথম বার জামাইকায় খেললেন মেসি। প্রথমে ঠিক ছিল ক্যাভালিয়রের ছোট স্টেডিয়ামে হবে ম্যাচ। সেই স্টেডিয়ামের দর্শকাসন তিন হাজার। মেসিকে ঘিরে উন্মাদনা দেখে আয়োজকেরা ম্যাচ সরিয়ে নিয়ে যান ৩৫ হাজার দর্শকাসনের ন্যাশনাল স্টেডিয়ামে। মেসিকে দেখতে স্টেডিয়ামের সব আসন ভরে গিয়েছিল। ফুটবলপ্রেমীদের নিরাশ করেননি আর্জেন্টিনার স্ট্রাইকার। লুইস সুয়ারেজ ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন।

৫৩ মিনিটে তার বদলি হিসাবে মেসিকে নামান মায়ামি কোচ। ম্যাচের শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল আমেরিকার ক্লাবটি। মেসির গোল দেখতে না পেয়ে হতাশ হয়ে মাঠ ছাড়তে শুরু করেন ফুটবলপ্রেমীদের একাংশ। ঠিক তখনই সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন মেসি। অবশেষে জামাইকার ফুটবলপ্রেমীদের আশা পূর্ণ হয়।


একুশে সংবাদ/ এস কে

Link copied!