AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মার্শ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৫ পিএম, ১৪ মার্চ, ২০২৫
আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মার্শ

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুধু একজন ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেলেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ।আগামী আইপিএলে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন তিনি। সর্বশেষ নিলাম থেকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে মার্শকে দলে নেয় লক্ষ্মৌ। 

গত জানুয়ারিতে বিগ ব্যাশ খেলার সময় পিঠের নিচের অংশের ইনজুরিতে পড়েন মার্শ। এরপর শ্রীলংকা সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান তিনি।

আইপিএলের আগামী আসরে মার্শের খেলা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। তবে শুধু একজন  ব্যাটার হিসেবেই খেলতে হবে মার্শকে।আগামী ১৮ মার্চ লক্ষ্মৌ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিবে মার্শ। এবার লক্ষ্মৌ দলে স্বদেশী জাস্টিন ল্যাঙ্গারকে কোচ হিসেবে পাবেন তিনি। ২০২৩ সালের জুলাইয়ে লক্ষ্মৌর কোচ হিসেবে দায়িত্ব নেন মার্শ।

ইনজুরির কারণে আইপিএলে সর্বশেষ তিন আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে সব ম্যাচ খেলতে পারেননি মার্শ।মার্শের মত ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান তিন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। তবে সুস্থ হয়ে ওঠায় আইপিএলে খেলার জন্য প্রস্তুত তারাও।আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর।

একুশে সংবাদ/ এস কে

Link copied!