AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না নেইমারের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২১ পিএম, ১৫ মার্চ, ২০২৫
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না নেইমারের

ব্রাজিল জার্সিতে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে নেইমারের। ফের ইনজুরিতে সেলেসাও তারকা। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার কথা ছিল এ মাসেই, তবে তা আর হচ্ছে না। শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও এ মাসের শেষের দিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিপক্ষে খেলা হচ্ছে না তার। নিশ্চিত করেছেন কোচ দোরিভাল জুনিয়র। 

বিশ্বকাপের বাছাইপর্বে চলতি মাসেই কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন এই দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন নেইমার। তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিল দল। তবে শেষ মুহূর্তে এসে দল থেকে ছিটকে গেলেন এই ফরোয়ার্ড। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়াড এন্দ্রিক।

জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ছন্দে ফেরারও ইঙ্গিত দেন নেইমার। প্রায় দেড় বছর পর ডাক পান ব্রাজিল দলে। কিন্তু মার্চের শুরুতে বাঁ পায়ের উরুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নাম্বার টেন। সেলেসাওদের হয়ে সবশেষ ২০২৩ সালের অক্টোবরে খেলেছিলেন নেইমার। সেবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে মাঠেও ফেরেন।

আল হিলাল থেকে সান্তোসে ফিরে একাধিক ম্যাচও খেলেন নেইমার। ব্রাজিলের ফুটবল লিগে ৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে বল পায়ে ছন্দেই ছিলেন এই তারকা ফরোয়ার্ড। লিগে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। নিজেকে খুঁজে পাওয়ার এই মিশনেই যেন আবার আধারে হারালেন নেইমার!

এছাড়াও ফিটনেস জটিলতায় স্কোয়াড থেকে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও ডিফেন্ডার দানিলো। তাদের পরিবর্তে জায়গা হয়েছে লুকাস পেরি ও অ্যালেক্স সান্দ্রো।


একুশে সংবাদ/ এস কে

Link copied!