AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যালন ডি‍‍`অর জয়ের লড়াইয়ে টেক্কা দিচ্ছেন দেম্বেলে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫১ পিএম, ১৫ মার্চ, ২০২৫
ব্যালন ডি‍‍`অর জয়ের লড়াইয়ে টেক্কা দিচ্ছেন দেম্বেলে

চলতি মৌসুমের ব্যালন ডি‍‍`অরে মোহাম্মেদ সালাহকে অপ্রতিদ্বন্দ্বীই মনে করা হচ্ছিল। সালাহর নৈপুণ্যে প্রিমিয়ার লিগের শিরোপা এক প্রকার নিশ্চিত করেই ফেলেছে লিভারপুল। চ্যাম্পিয়ন লিগেও লিগ পর্বের শীর্ষে থেকে জায়গা করে নিয়েছিল নকআউট পর্বে। সবাইকে অবাক করে সালাহর সেই দুর্দান্ত লিভারপুলকে বধ করেছে পিএসজি।

লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করায় দারুণ ভূমিকা দেম্বেলের। অ্যানফিল্ডে তার একমাত্র গোলেই লিভারপুলকে হারিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েছিল পিএসজি। সেখানে অলরেডদের টেক্কা দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা, আর তাতে নেতৃত্ব দিয়ে সালাহকে ব্যালন ডি‍‍`অরের লড়াইয়ে পেছনে ফেলে দিয়েছেন দেম্বেলে।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম লে‍‍`ইকুইপে আগামী ব্যালন ডি‍‍`অরের সম্ভাব্য বিজয়ীদের নিয়ে এক জরিপ করেছে। সেখানে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন দেম্বেলে। 

সংবাদমাধ্যমটির সেই জরিপে আগামী ব্যালন ডি‍‍`অরের সম্ভাব্য বিজয়ী হিসেবে দেম্বেলে পেয়েছেন ৪০.৯ শতাংশ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া পেয়েছেন ২৫ শতাংশ ভোট। ৮.৮ শতাংশ ভোট নিয়ে এরপরেই আছেন বার্সেলোনার তরুণ সেনসেশান লামিনে ইয়ামাল।

কোয়ার্টার ফাইনালে ওঠা রিয়ালের তারকা কিলিয়ান এমবাপ্পে ৮ শতাংশ ভোট পেয়ে আছেন চার নম্বরে, আর কোয়ার্টার ফাইনালে দলকে ওঠাতে ব্যর্থ হওয়া সালাহ ৭.৪ শতাংশ ভোট নিয়ে পাঁচ নম্বরে।

২০২৫ সালে দেম্বেলে কতটা অবিশ্বাস্য ফর্মে আছে তা বোঝা যায় পরিসংখ্যানের পাতায় চোখ বুলালে। এই বছরের প্রথম তিন মাসে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করেছেন পিএসজির এই ফরাসি তারকা। স্ট্যাটস দ্য ফুটের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে রোনালদোর পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনো ফুটবলার বছরের প্রথম তিন মাসে এতোগুলো গোল করতে পারেননি।

এদিকে দেম্বেলে পিএজসিকে এখনও টিকিয়ে রেখেছেন চ্যাম্পিয়ন্স লিগে। প্রতিযোগিতাটিতে এই মৌসুমে ১০ ম্যাচে ৭ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন এই ২৭ বছর বয়সী।

স্কোর৯০‍‍`র ব্যালন ডি‍‍`অর র‍্যাঙ্কিংয়েও উত্থান ঘটেছে দেম্বেলের। মার্চ মাসের র‍্যাঙ্কিংয়ে সেরা ছয়ে উঠে এসেছেন তিনি। তাদের হিসেবে এই মুহূর্তে ব্যালন ডি‍‍`অর জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। শীর্ষ থেকে দুইয়ে নেমে গেছেন সালাহ। এমবাপ্পে তিনে, পেদ্রি উঠেছেন চারে। পাঁচে ভিনিসিউস এবং ছয়ে দেম্বেলে। তবে এই ফরাসি যেভাবে পারফর্ম করছেন তাতে শেষ পর্যন্ত পুরস্কারটা তার হাতে উঠলে অবাক হওয়ার উপায় থাকবে না।  

একুশে সংবাদ/ এস কে

Link copied!