আইপিএলের ইতিহাসের সব থেকে সফল দল চেন্নাই সুপার কিংস। শুধু ট্রফি জয়েই নয়, বরং সব থেকে বেশিবার ফাইনালে ওঠার দলও চেন্নাই। চেন্নাই এখনও পর্যন্ত মোট ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। সেই সঙ্গে আরও ৫ বার রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। সুতরাং, এখনও পর্যন্ত মোট ১০ বার আইপিএলের খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় সিএসকে।
আপাতত নতুন মৌসুম শুরুর আগে দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংসের সম্পূর্ণ স্কোয়াড ও ক্রীড়াসূচি। চোখ রাখা যাক সিএসকের সম্ভাব্য প্রথম একাদশেও।
চেন্নাই সুপার কিংসের সম্পূর্ণ স্কোয়াড
ব্যাটার: রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, শেক রশিদ, অন্দ্রে সিদ্ধার্থ।
উইকেটকিপার-ব্যাটার: মহেন্দ্র সিং ধোনি, বংশ বেদী।
অল-রাউন্ডার: রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, স্যাম কারান, বিজয় শঙ্কর, শিবম দুবে, রাচিন রবীন্দ্র, দীপক হুডা, রামকৃষ্ণ ঘোষ, অংশুল কাম্বোজ।
বোলার: নূর আহমেদ, খলিল আহমেদ, গুরজপনীত সিং, ন্যাথন এলিস, শ্রেয়স গোপাল, মুকেশ চৌধরী, মাথিসা পথিরানা, জেমি ওভার্টন, কমলেশ নাগারকোটি।
চেন্নাই সুপার কিংসের সাপোর্ট স্টাফ
হেড কোচ- স্টিফেন ফ্লেমিং, ব্যাটিং কোচ- মাইক হাসি, বোলিং কোচ- এরিক সিমন্স, ফিল্ডিং কোচ- রাজীব কুমার, ফিজিও- টমি সিমসেক, ট্রেনার- গ্রেগরি কিং, টিম ম্যানেজার- আর রাসেল, টিম ডাক্তার- মধু থোট্টাপিল্লি, অ্যানালিস্ট- লক্ষ্মী নারায়ণন, লজিস্টিক ম্যানেজার- সঞ্জয় নটরাজন, ম্যাসিওর- খলিল খান।
আইপিএল ২০২৫-এর জন্য সিএসকের সম্ভাব্য একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, স্যাম কারান, মাথিসা পথিরানা ও খলিল আহমেদ/মুকেশ চৌধরী/শ্রেয়স গোপাল।
আইপিএল ২০২৫-এর জন্য সিএসকের সূচি
২৩ মার্চ: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (চিপক, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৮ মার্চ: চেন্নাই সুপার কিংস বনাম আরসিবি (চিপক, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৩০ মার্চ: রাজস্থান রয়্যালস নাম চেন্নাই সুপার কিংস (গুয়াহাটি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৫ এপ্রিল: চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস (চিপক, দুপুর ৩টে ৩০ মিনিট)।
৮ এপ্রিল: পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস (মুল্লানপুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১১ এপ্রিল: চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর (চিপক, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৪ এপ্রিল: লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস (একানা স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২০ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৫ এপ্রিল: চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (চিপক, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৩০ এপ্রিল: চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস (চিপক, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৩ মে: আরসিবি বনাম চেন্নাই সুপার কিংস (চিন্নাস্বামী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৭ মে: কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস (ইডেন গার্ডেন্স, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১২ মে: চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস (চিপক, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৮ মে: গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস (আমদাবাদ, দুপুর ৩টে ৩০ মিনিট)।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :