AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেস্ট ক্যাপে ‘৮০৪’ লিখে ইমরানকে সমর্থন, জরিমানা পাক তারকার!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২৯ পিএম, ১৫ মার্চ, ২০২৫
টেস্ট ক্যাপে ‘৮০৪’ লিখে ইমরানকে সমর্থন, জরিমানা পাক তারকার!

পাকিস্তানের ক্রিকেটাররা কিছুতেই যেন শুধরাতে পারছেন না। এমনিতেই দলের পারফরমেন্স ভালো নয়। কোচ আসে কোচ বদলায়, কিন্তু পাকিস্তানের পারফরমেন্সে কোনও বদল আর আসে না। তারই মধ্যে ক্রিকেটাররা বিতর্ক বাড়িয়ে যাচ্ছে আর বোর্ডের বিড়ম্বনা বাড়িয়েই যাচ্ছেন। এই যেমন পাকিস্তানের এক তারকা ক্রিকেটার ক্রিকেটের সঙ্গেই রাজনীতিকে জড়িয়ে ফেললেন। 

শেষ কয়েক মাসে বেশ কয়েকজন পাকিস্তান ক্রিকেটারেই বড় শাস্তি হয়েছে। বেশ কয়েকজনকে প্রচুর টাকা জরিমানা করা হয়েছে। তাদের সকলেই পিসিবির নীতি লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গ করেছেন। তাদের মধ্যে সব থেকে বেশি শাস্তির আওতায় পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার আমির জামাল, যিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্মান জানিয়ে এমন এক কাজ করেছেন, যা কার্যত তাঁদের দেশ বিরোধী।

বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান রয়েছেন জেলবন্দী। তাঁর দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি রয়েছেন শ্রীঘরে। সেই ইমরান খানকেই হঠাৎ করে ট্রিবিউট দিতে গিয়ে বিতর্কে জড়ালেন আমির জামাল। পাক অলরাউন্ডার নিজের ক্যাপ বা টুপিতে ‘804’ লিখেছিলেন যা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানকে বোঝায়। এর জেরে আমির জামালের প্রায় ১.৪ মিলিয়ন পাকিস্তানি মুদ্রায় জরিমানা করা হয়েছে তাকে।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল সামা টিভির রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের ক্রিকেটারদের ওপর সাম্প্রতিক সময় মোট ৩.৩ মিলিয়ন পাক মুদ্রার জরিমানা করা হয়েছে বোর্ডের বিভিন্ন নিয়ম লঙ্ঘন করার জন্য। গত বছর ইংল্যান্ড সিরিজের পর থেকে এই শাস্তিগুলো দেওয়া হয়েছে ক্রিকেটারদের। প্রসঙ্গত আমির জামালের লেখা ‘804’ সংখ্যাটিকে মনে করা হচ্ছে, এটি জেলবিন্দী ইমরান খানের ব্যাজ নম্বর। আর সেই কারণেই  তাকে সম্মান জানাতে গিয়ে আমির এই নম্বরটি উদ্ধৃত করেছিলেন।

জানা যাচ্ছে, ইমরান খানকে সমর্থন জানানো এবং তার পাশে দাঁড়ানোর কারণেই নাকি আমির জামালকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং বিপুল অঙ্কের জরিমানা করা হয়। এদিকে পাকিস্তানের আরও তিন ক্রিকেটার সলমন আলি আঘা, সাইম আয়ুব এবং আবদুল্লাহ সাফিককেও পাক মুদ্রার ৫ লক্ষ্য টাকা করে জরিমানা করা হয়, কারণ অস্ট্রেলিয়ায় সফর চলাকালীন তাঁরা রাত করে হোটেলে ঢুকেছিলেন।

এছাড়াও সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি,উসমান খানদেরও ২০০ ডলার করে জরিমানা করা হয়েছিল দঃ আফ্রিকা সফরে দেরিয়ে হোটেলে পৌঁছানোয়। প্রসঙ্গত মার্চের ১৬ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু মহম্মদ রিজওয়ানের পাকিস্তান দলের। যদিও এসবে পাকিস্তানের ক্রিকেটারদের শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে কিনা, সেটাই এখন দেখার।


একুশে সংবাদ/ এস কে

Link copied!