AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোজা রাখলে শামির ক্যারিয়ার নষ্টের হুমকি দেওয়া হয়েছিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪১ পিএম, ১৭ মার্চ, ২০২৫
রোজা রাখলে শামির ক্যারিয়ার নষ্টের হুমকি দেওয়া হয়েছিল

আগেরবার ঈদের শুভেচ্ছা জানাতে যে পোস্ট করেছিলেন, সেটা দিয়েই মিথ্যে প্রচার করা হচ্ছিল। ওই ভিডিও দেখিয়ে দাবি করা হচ্ছিল, মহম্মদ শামি নাকি বলেছেন যে ‘(আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালের দিন) আমি রোজা ভেঙেছিলাম। দয়া করে আমায় ভুল বুঝবেন না মুসলিম ভাই-বোনরা। আমি ইচ্ছা করে সেই কাজটা করিনি। রোজা ভাঙার জন্য আমার জোর করা হয়েছিল। নাহলে আমার ক্যারিয়ার নষ্ট করে দিত ওরা। আমি আমার মুসলিম ভাই-বোনদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।’  

কিন্তু শামি আদতে ওরকম কোনও কথা বলেননি। যে ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে শামি সেই মন্তব্য করেছেন, তা আসলে ৪৮ সপ্তাহ আগেকার দৃশ্য। গত বছর ঈদে শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করেছিলেন শামি। আর সেই  ভিডিওটা কিছুটা এডিট করে, শামির পোশাকের রংটা কিছুটা অন্যরকম করে এবং জুম করে ভারতীয় তারকা পেসারের মুখে সেইসব কথা বসিয়ে দেওয়া হয়েছে। আর ওই বিকৃত ভিডিওটা ভালোভাবে দেখলেই বোঝা যাচ্ছিল যে শামির ঠোঁট যেভাবে নড়ছে, সেটার সঙ্গে কথার কোনও মিল নেই।  

নেটিজেনদের মতে, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনও তারকার কণ্ঠস্বরের আদলে ভিডিও বানানো কোনও ব্যাপারই নয়। সোশ্যাল মিডিয়ায় হামেশাই সেই দৃশ্য দেখা যায়। রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনিদের গলার আদলে সেরকম ভিডিও তৈরি করা হয়। আর এমন এমন সব অডিয়ো যোগ করা হয়, যেগুলিতে আষ্টেপৃষ্টে বিতর্ক লেগে থাকে। শামির ক্ষেত্রেও ঠিক সেই কাজটা করা হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা।

সেই বিকৃত ভিডিও বা তার রোজা না রাখা নিয়ে একটা অংশের তরফে যে হইচই করা হচ্ছিল, তা নিয়ে কোনও মন্তব্য করেননি শামি। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মধ্যেই মাঠে তাকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা গিয়েছিল। তারপর একটি অংশের তরফে দাবি করা হচ্ছিল যে রমজান মাসে রোজা না রেখে ‘অপরাধ’ করেছেন শামি।

শামিকে ‘অপরাধী’ বলেছিলেন মৌলানা, পালটা দিয়েছেন অনেকে!অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বরেইলভি দাবি করেন, ‘রোজা পালন না করে উনি (শামি) অপরাধ করেছেন। ওনার এরকম কাজ করা উচিত হয়নি। শরিয়তের চোখে উনি একজন অপরাধী। ওনাকে আল্লাহের কাছে জবাব দিতে হবে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘(মুসলিমদের) অন্যতম বাধ্যতামূলক কাজ হল রোজা পালন করা। যদি কোনও সুস্থ-স্বাভাবিক পুরুষ বা মহিলা রোজা না রাখেন, তাহলে তাকে বড় অপরাধী বলে বিবেচনা করা হবে।’

যদিও অনেকেই শামির পাশে দাঁড়ান। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ রশিদি বলেন, ‍‍`যাঁদের ধর্ম নিয়ে কোনও ধারণা নেই, তাঁরা এরকম কথা বলেন। যদি কোনও সমস্যা থাকে, তাহলে ইসলামে কোনও সফরকারীকে রোজা পালন না করার অনুমতি দেওয়া আছে। তাছাড়া কাউকে অপরাধী হিসেবে দাগিয়ে দেওয়ার কোনও অধিকার নেই কারও।‍‍`

একইভাবে শামির হয়ে সওয়াল করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ সদস্য মৌলানা খালিদ ফারাঙ্গি মাহালি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!