২২ মার্চ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ। আইপিএলের ১৮তম সংস্করণকে ঘিরে এখন থেকেই চলছে চর্চা। সবার নজর থাকবে এই টুর্নামেন্টের দিকে। এই টুর্নামেন্ট শুরুর কয়েক দিনের মধ্যেই আবার ১১ এপ্রিল থেকে প্রতিবেশী দেশ পাকিস্তানের টি-টোয়েন্টি লিগ, পিএসএলও শুরু হয়ে যাবে।
প্রথম বার এমনটা ঘটছে, যখন এই দু`টি টি-টোয়েন্টি লিগ একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ঠোকাঠুকি লাগা তো অনিবার্য ঘটনা এবং তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্লেয়ার নিয়ে শুরু হয়ে গিয়েছে টানাটানি। যার জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকার এক খেলোয়াড়কে শোকজেরও চিঠি পাঠিয়েছে। কারণ এই খেলোয়াড় পিএসএল-এর চুক্তিকে গোল্লায় পাঠিয়ে, আইপিএলে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই খেলোয়াড়ের নাম কোরবিন বোশ, যাকে এই মৌসুমে আইপিএলে খেলতে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
দক্ষিণ আফ্রিকার ৩০ বছর বয়সী বোলিং-অলরাউন্ডার কোরবিন বোশ মাত্র কয়েক দিন আগে আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চোট পেয়ে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় লিজার্ড উইলিয়ামস ছিটকে গেলে, তার বদলি হিসেবে বোশকে দলে নেয় মুম্বাই। আইপিএলে বোশের যোগদান মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বড় স্বস্তির বিষয় হয়েছিল। তবে পাকিস্তান সুপার লিগের সঙ্গে বোশ চুক্তিবদ্ধ থাকায়, সমস্যা বেড়েছে। কারণ আইপিএলের কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে পিএসএল।
আসলে, আইপিএলের মেগা নিলামে বোশকে কোনও দল কেনেনি। এর পর পাকিস্তান সুপার লিগের দশম আসরের ড্রাফটে অংশ নেন তিনি। এখানে তাকে বাবর আজমের নেতৃত্বাধীন দল পেশোয়ার জালমি কিনেছে। কিন্তু লিগের নতুন মৌসুম শুরু হওয়ার আগেই আইপিএলে খেলার সুযোগ পাওয়া মাত্রই পিএসএল থেকে ছুটি নেন বোশ।
কিন্তু এই বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড ভালো ভাবে নেয়নি। এখন চুক্তি ভঙ্গের অভিযোগ এনে প্রোটিয়া ক্রিকেটারের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। পিসিবি একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছে, ‘লিগ্যাল নোটিশটি ওর এজেন্টের মাধ্যমে পাঠানো হয়েছে। এবং এই প্লেয়ারকে তার পেশাদার এবং চুক্তিভিত্তিক প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে।’
পিসিবি বলেছে যে, তার এজেন্টের মাধ্যমে বোশকে এই নোটিশ পাঠানো হয়েছে। সেখানে মাঝপথে চুক্তি ভঙ্গ করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। বোর্ড আরও বলেছে যে, তারা যথাসময়ে বোশের কাছ থেকে উত্তর আশা করছে এবং পিসিবি ম্যানেজমেন্ট কড়া ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। বোশকে ডায়মন্ড বিভাগে নির্বাচিত করা হয়েছিল, যার বেতন ৬০ হাজার থেকে ৮৫ হাজার ডলার পর্যন্ত ছিল। অর্থাৎ এক্ষেত্রে সর্বোচ্চ ৭২-৭৩ লাখ টাকা বেতন পাওয়া যায়। যেখানে আইপিএলে বোশ তার নিলামের বেসপ্রাইস ৭৫ লাখেই চুক্তিবদ্ধ হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :