AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের শিরোপা জিতল ভারত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৬ পিএম, ১৭ মার্চ, ২০২৫
ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের শিরোপা জিতল ভারত

ইন্টারন্যাশনাল মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম আসরের শিরোপা জিতল শচীন টেন্ডুলকারের ভারত। গতরাতে টুর্নামেন্টের ফাইনালে ভারত ৬ উইকেটে হারিয়েছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে।রায়পুরে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ডুয়াইন স্মিথকে নিয়ে ২৩ বলে ৩৪ রানের সূচনা করেন লারা। ১টি চারে ৬ রানে আউট হন লারা।  

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৫ রানে আউট হন স্মিথ। ৩৫ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।দলীয় ৬৭ রানে স্মিথের আউটের পর ওয়েস্ট ইন্ডিজকে লড়াকু সংগ্রহ এনে দেন লেন্ডন সিমন্স। চার নম্বরে নেমে ৫টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে ৫৭ রান করেন সিমন্স। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।ভারতের পেসার বিনয় কুমার ২৬ রানে ৩ উইকেট নেন।

Vintage Sachin Tendulkar Wows Fans As India Masters Clinch Inaugural International  Masters League Title | Cricket News

জবাবে আম্বাতি রাইদুকে নিয়ে ৪৭ বলে ৬৭ রানের সূচনা করেন টেন্ডুলকার। ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ২৫ রানে আউট হন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাইদু। দলের জয়ের পথ সহজ করে দিয়ে থামেন তিনি। ১৫তম ওভারে দলীয় ১২৭ রানে আউট হবার আগে ৭৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন রাইদু। তার ৫০ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিল।

রাইদু ফেরার পর ১৭ বল বাকী থাকতে ভারতের জয় নিশ্চিত করেন যুবরাজ সিং ও স্টুয়ার্ট বিনি। যুবরাজ ১৩ ও বিনি ১৬ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার অ্যাশলে নার্স ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন রাইদু।

ছয় দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও শ্রীলংকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড অংশ নিয়েছে এই টুর্নামেন্টে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!