রিলায়েন্স জিও, সংখ্যার বিচারে ভারতের সর্বাধিক ব্যবহারকারী একটি টেলিকম সংস্থা। সোমবার তারা একটি বড় ঘোষণা করেছে। আসলে আইপিএল, যা দেশ সহ বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে একটি, সেটি শুরু হওয়ার আগেই রিলায়েন্স জিও-র তরফ থেকে নির্দিষ্ট কিছু ট্যারিফ প্ল্যানের কথা বলা হয়েছে। তারা জানিয়েছে কোন গ্রাহকরা বিনামূল্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট ম্যাচ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।
রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন সংস্থাটি জানিয়েছে, ম্যাচ দেখার জন্য ক্রিকেট ভক্তদের বিশেষ প্ল্যান নিতে হবে। জিও পরিকল্পনাটি তাদের জন্য প্রযোজ্য হবে, যারা ২৯৯ রুপি ($৩.৪৪) বা তার বেশি রিচার্জ করবেন। রিলায়েন্স ও ডিজনির নতুনভাবে একীভূত স্ট্রিমিং প্ল্যাটফর্ম হল জিও হটস্টার , এখানেই ক্রিকেট ভক্তেরা ম্যাচ দেখার সুযোগ পাবেন।
ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল আগামী ২২শে মার্চ থেকে শুরু হবে এবং ২৫শে মে পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। রিলায়েন্স গ্রুপের তরফ থেকে এই পদক্ষেপটি তার আগেই নেওয়া হয়েছে। এক মাস আগে রয়টার্স রিপোর্ট করেছিল যে, রিলায়েন্স-ডিজনি যৌথ উদ্যোগ ২০২৩ ও ২০২৪ সালে পুরনো জিও সিনেমা প্ল্যাটফর্মের মতো পুরোপুরি বিনামূল্যে আইপিএল ম্যাচ স্ট্রিমিং অফার করবে না। পরিবর্তে, তারা হাইব্রিড মডেল গ্রহণ করবে, যেখানে নির্দিষ্ট পরিমাণ কন্টেন্ট দেখার পর সাবস্ক্রিপশন বাধ্যতামূলক হবে।
রিলায়েন্স জিও নতুন ও বিদ্যমান গ্রাহকদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় অফার নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে ফ্রি জিও হটস্টার সাবস্ক্রিপশন এবং উচ্চগতির ইন্টারনেট পরিষেবা। কোম্পানিটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণের পরিকল্পনা করছে। আইপিএলের প্রতিটি ম্যাচে কোটি কোটি দর্শক যুক্ত হয়, যা এই টেলিকম জায়ান্টের জন্য বড় সুযোগ এনে দিয়েছে।
রিলায়েন্স জিও এক বিবৃতিতে বলেছে, ‘মাত্র ২৯৯ রুপির বা তার বেশি মূল্যের জিও প্ল্যান এবং একটি জিও সিম থাকলেই গ্রাহকরা এবার আইপিএল উপভোগ করতে পারবেন এক নতুন মাত্রায়।’
অফারে কী কী থাকছে?
১) ৯০ দিনের ফ্রি জিও হটস্টার সাবস্ক্রিপশন – গ্রাহকরা পুরো আইপিএল মরশুম 4K রেজোলিউশনে উপভোগ করতে পারবেন, চাইলেই মোবাইল অথবা টিভিতে।
২) ৫০ দিনের ফ্রি JioFiber বা JioAirFiber ট্রায়াল – এতে আল্ট্রা-ফাস্ট ইন্টারনেট, ৮০০+ টিভি চ্যানেল, ১১টির বেশি OTT প্ল্যাটফর্ম এবং আনলিমিটেড WiFi পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে।
৩) গত দুই বছর ধরে জিও সিনেমাতে বিনামূল্যে আইপিএল স্ট্রিমিং করা হলেও, এবার থেকে দর্শকদের জিও হটস্টার-এ সাবস্ক্রিপশন কিনতে হবে।
রিলায়েন্স শুধু আইপিএলের একটি দলের মালিকই নয়, বরং টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বও এর হাতে। ফলে, এটি OTT প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলের মাধ্যমে আইপিএল দেখানোর একক নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
কীভাবে অফারটি পাওয়া যাবে?
১) ১৭ থেকে ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে রিচার্জ বা নতুন জিও সিম সংগ্রহ করতে হবে।
২) বিদ্যমান গ্রাহকরা ২৯৯ রুপি বা তার বেশি রিচার্জ করলেই অফার পাবেন।
৩) নতুন গ্রাহকদের জিও সিম সংগ্রহ করে ২৯৯ রুপি বা তার বেশি মূল্যের প্ল্যান একটিভেট করতে হবে।
৪) যারা ১৭ মার্চের আগে রিচার্জ করেছেন, তাদের ১০০ রুপির অ্যাড-অন প্যাক নিতে হবে।
ভারতের ক্রিকেটপাগল দর্শকদের কথা মাথায় রেখে রিলায়েন্স জিও নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে চায় এবং এভাবে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া-র মতো প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর বাজার শেয়ার কমাতে চায়। এই অফারটি বিদ্যমান গ্রাহকদের উচ্চমূল্যের রিচার্জের দিকে আগ্রহী করতে পারে, পাশাপাশি নিষ্ক্রিয় গ্রাহকদের পুনরায় সক্রিয় করতেও সহায়ক হতে পারে। আইপিএল ২২ মার্চ শুরু হবে, আর সেই দিন থেকেই JioHotstar সাবস্ক্রিপশন একটিভ হবে, যা ৯০ দিন পর্যন্ত চলবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :