AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের কাছে পাত্তাই পেলো না আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৭ এএম, ১৮ মার্চ, ২০২৫
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের কাছে পাত্তাই পেলো না আর্জেন্টিনা

লাতিন আমেরিকার দুই পরাশক্তির দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হয়েছিল ক্রিকেট লড়াইয়ে। যেখানে বড় জয় পেয়েছে সেলেসাওরা। সোমবার (১৭ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনাকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাজিল।  

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৪ রানের বেশি করতে পারেনি আর্জেন্টিনা। ৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ব্রাজিল।

আর্জেন্টিনার ইনিংসে ২৩ বলে সর্বোচ্চ ১১ রান করেছেন অধিনায়ক অ্যালিসন স্টোকস। তিনি ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওপেনার মালিনা লোলো ১১ বলে ৯ ও দশ নম্বরে নেমে কনস্টানজা সসা করেছেন ২১ বলে অপরাজিত ৯ রান। ইনিংসে কেউই বাউন্ডারি হাঁকাতে পারেননি। ব্রাজিলের হয়ে ১২ রানে ৫ উইকেট শিকার করেন ক্যারোলিনা ন্যাখিমেন্টো।

জয়ের জন্য সহজ লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিল ব্রাজিল। তবে রবার্তো আভেরি ও অধিনায়ক ক্যারোলিনা ন্যাখিমেন্টোর ২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৩ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পেয়েছে ব্রাজিল। তাদের হয়ে সর্বোচ্চ ৪২ বলে অপরাজিত ২৭ রান করেছেন আভেরি। তাছাড়া ন্যাখিমেন্টো করেছেন ১৫ বলে ১০ রান।

আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলেরই শেষ ম্যাচ ছিল এটি। আসরে ছয় ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচ খেলে কেবল ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করল আর্জেন্টিনা। গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা দুই দলের আগেই শেষ হয়ে গেছে। ফলে এখানেই শেষ হচ্ছে তাদের বিশ্বকাপের পথচলা।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!