AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেলো পাকিস্তান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৬ পিএম, ১৮ মার্চ, ২০২৫
আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেলো পাকিস্তান

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে পাকিস্তানকে মাত্র ৯১ রানে অল-আউট করে ১০.১ ওভারেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও কিউয়িদের হাতে লাঞ্ছিত হতে হল পাকিস্তানকে। এবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কষ্টে শিষ্টে ১৩০ রানের গণ্ডি টপকায় পাকিস্তান। তবে পালটা ব্যাট করতে নেমে টিম সেফার্ত-ফিন অ্যালেনরা যে রকম ছক্কার ঝড় তোলেন, তাতে খড়কুটোর মতো উড়ে যায় শাহিন আফ্রিদিদের প্রতিরোধ।

উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তান ক্রমাগত হারে বিরক্ত হয়ে বাবর-রিজওয়ানদের বাদ দিয়ে নিউজিল্যান্ড সফরে টি-২০ খেলছে। তবে কিউয়ি দলও কার্যত দ্বিতীয় সারির স্কোয়াড নিয়ে লড়াই চালাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। কেননা তাদের সেরা তারকারা এই মুহূর্তে আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত। তাছাড়া চোট রয়েছে বেশ কয়েকজনের। 

মঙ্গলবার দুনেদিনে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জেতেন নিউজিল্যান্ড দলনায়ক মাইকেল ব্রেসওয়েল। তিনি টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানকে। বৃষ্টির জন্য এদিন ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে। ফলে ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ১৫ ওভার প্রতি ইনিংসে।

পাকিস্তান নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন সলমন আঘা দলের হয়ে সব থেকে বেশি ৪৬ রান করেন। ২৮ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ২৬ রান করেন শাদব খান। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।

Mohammad Haris plays a shot over the off side, New Zealand vs Pakistan, 2nd T20I, Dunedin, March 18, 2025

নয় নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন শাহিন আফ্রিদি। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট দখল করেন জেকব ডাফি, বেন সিয়ার্স, জেমস নিশাম ও ইশ সোধি।

পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৬ রান তুলে ফেলে। তারা শেষমেশ ১৩.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নিউজিল্যান্ড ৫ ম্যাচের সিরিজে ২-০ লিড নিয়ে নেয়।

ওপেন করতে নেমে টিম সেফার্ত ২২ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন। ১৬ বলে ৩৮ রান করেন অপর ওপেনার ফিন অ্যালেন। তিনি ১টি চার ও ৫টি ছক্কা মারেন। মাঝে একসময় মাত্র ১০ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে অবশ্য একটু চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। তবে সেই চাপ কাটিয়ে জয়ে পৌঁছতে বিশেষ অসুবিধা হয়নি তাদের।

১৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন মিচেল হে। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রান করেন ডারিল মিচেল। জেমস নিশাম ৫ রানে আউট হন। ৫ রানে নট-আউট থাকেন ক্যাপ্টেন ব্রেসওয়েল। পাকিস্তানের হয়ে ২টি উইকেট নেন হ্যারিস রউফ। ৩ ওভারে ৩১ রান খরচ করেও কোনও উইকেট পাননি শাহিন আফ্রিদি। ম্যাচের সেরা হন সেফার্ত।


একুশে সংবাদ/ এস কে

Link copied!