AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগুনে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে তরুণ ফুটবলারের মৃত্যু


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১০ পিএম, ১৮ মার্চ, ২০২৫
আগুনে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে তরুণ ফুটবলারের মৃত্যু

উত্তর মেসিডোনিয়ার কোচানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ মার্চ) রাতে একটি নৈশ ক্লাবে আগুন লাগার পর নিজের জীবনের পরোয়া না করে ভেতরে আটকে পড়া জীবিতদের উদ্ধার করতে গিয়েছিলেন ২৫ বছর বয়সী ফুটবলার আন্দ্রেজ লাজারভ। কিন্তু শেষ পর্যন্ত সেই ফুটবলার বেঁচে ফিরতে পারেননি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে অনলাইন জানিয়েছে, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন। আন্দ্রেজ লাজারভ ছিলেন উত্তর মেসিডোনিয়ার শীর্ষ লিগের ক্লাব এফসি স্কোপাইয়ের একজন মিডফিল্ডার।

লাজারভের ক্লাব স্কোপাই তাদের ফেসবুক পেইজে এক শোকবার্তায় জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের খেলোয়াড় আন্দ্রেজ লাজারভ কোচানির ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন। আগুনে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তার এই সাহসিকতা ও মানবিকতা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’

জানা গেছে, ওই রাতে কোচানির পালস ক্লাবে পারফর্ম করছিল উত্তর মেসিডোনিয়ার জনপ্রিয় হিপহপ ব্যান্ড ডিএনকে। স্থানীয় সংবাদ সংস্থা মিয়া.এমকে জানিয়েছে, এ ঘটনায় ডিএনকে ব্যান্ডের মূল গায়ক আন্দ্রেস জর্জিওস্কিসহ ব্যান্ডের চিত্রগ্রাহক, আরেকজন গায়ক, ড্রামার ও কি–বোর্ড বাদকও আগুনে প্রাণ হারিয়েছেন।

ফুটবলে লাজারভের পথচলা শুরু জাতীয় দলের বয়সভিত্তিক দলে, উত্তর মেসিডোনিয়ার অনূর্ধ্ব–১২ দলে খেলেছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে এফসি স্কোপাইয়ে যোগ দেন তিনি। এর আগে খেলেছেন নিজ দেশ জিএফকে টিকভেশ এবং ক্রোয়েশিয়ার ক্লাব এনকে রুডেসেও। প্রতিভাবান এই ফুটবলারের মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!