AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খেলোয়াড়ের মৃত্যুতে শোক, নিজেই জানালেন এখনো বেঁচে আছেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৬ পিএম, ১৮ মার্চ, ২০২৫
খেলোয়াড়ের মৃত্যুতে শোক,  নিজেই জানালেন এখনো বেঁচে আছেন

বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালির হয়ে একসময় খেলতেন পেতকো গানচেভে। ক্লাবের কাছে খবর যায়, পেতকো মারা গেছেন। সাবেক খেলোয়াড়ের মৃত্যুর খবরে শোক পালনের সিদ্ধান্ত নেয় আরদা ক্লাব কর্তৃপক্ষ।

পরিকল্পনা অনুসারে পরবর্তী লিগ ম্যাচ শুরুর আগে পেতকোর সম্মানার্থে এক মিনিট নীরবতাও পালন করে তারা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই ঘটে যায় বিস্ময়কর এক ঘটনা। সামাজিক যোগাযো গমাধ্যমে পেতকো নিজেই জানিয়ে দেন, তিনি বেঁচে আছেন। বিব্রতকর ঘটনার জন্ম দেওয়ায় পরবর্তীতে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছে বুলগেরিয়ান ক্লাবটি।

অবাক করার মতো এ কাণ্ডটি ঘটেছে গত রোববার। সেদিন লেভস্কি সোফিয়ার বিপক্ষে লিগ ম্যাচ ছিল আরদা কারজালির। ওই ম্যাচটি শুরুর আগে মাঠের মাঝখানে দুই দলের ফুটবলাররা লাইন হয়ে দাঁড়ান। এরপর মাথা নিচু করে এক মিনিট নীরবতা পালন করেন আরদার সাবেক ফুটবলার পেতকোর মৃত্যুতে। নীরবতা পালন শেষে যথারীতি ম্যাচ শুরুও হয়ে যায়।

এদিকে যার মৃত্যুতে শোক পালন করা হলো, সেই পেতকোর কানেও পৌঁছে যায় তাঁকে নিয়ে শোক পালনের খবর। সবার ভুল ভাঙাতে নিজেই ফেসবুকে চলে আসেন পেতকো। এক পোস্টে জানান দেন, তিনি এখনো বেঁচে আছেন।

অনাকাঙ্ক্ষিত ভুলে পরবর্তীতে ক্লাবের পক্ষ থেকে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছে আরদা। সে বিবৃতিতে তারা লিখেছে, ‘পিএফসি আরদার ম্যানেজমেন্ট দলের সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ এবং তাঁর আত্মীয়স্বজনের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। ক্লাব তাঁর মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিল।’

বিবৃতিতে পেতকোর দীর্ঘ জীবন কামনা করে আরদা আরও উল্লেখ করেছে, ‘আমরা পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য কামনা করছি যাতে তিনি আরদার সাফল্য উপভোগ করতে পারেন।’

হইচই ফেলে দেওয়ার মতো এ ঘটনার দিনে সোফিয়া লেভস্কির বিপক্ষে ম্যাচটাতে ১-১ ব্যবধানে ড্র করেছে কারজালি। এতে লিগের ২৫ রাউন্ড শেষে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে আরদা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেভস্কি সোফিয়া।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের জুলাইয়ে আরদায় যোগ দেন পেতকো। পরের বছরের সেপ্টেম্বরে ধারে যোগ দেন আরেক ক্লাব লিটেক্সে। একই বছরের শেষে আবার ফিরে আসেন আরদাতে। এরপর ২০২২ সালের আগস্ট পর্যন্ত আরদার জার্সিতে খেলে যান এ সেন্টারব্যাক। ২৮ বছর বয়সী পেতকো বর্তমানে বুলগেরিয়ান আরেক ক্লাব ডবরুদজা ডবরিচে খেলছেন।  


একুশে সংবাদ/ এস কে

Link copied!