AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে নারী কাবাডি দল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:০৫ পিএম, ১৮ মার্চ, ২০২৫
বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে নারী কাবাডি দল

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর বসে নেই বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে লাল-সবুজরা। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে চলছে অনুশীলন কার্যক্রম।

চলতি বছরের ১ থেকে ১৩ জুন ভারতের বিহারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। ২০১২ সালে ভারতের বিহারেই অনুষ্ঠিত হয়েছিল প্রথম নারী কাবাডি বিশ্বকাপ। সে আসরে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল বাংলাদেশ।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে সাফল্যের ধারাবাহিকতা বিশ্বকাপেও ধরে রাখতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে ইরান থেকে দল সাফল্য নিয়ে এসেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন চায় বিশ্বকাপেও এমন সাফল্য অনূদিত হোক। ২০১২ সালে প্রথম নারী বিশ্বকাপে বাংলাদেশ পঞ্চম হয়েছিল। এবার আরও ভাল করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।‘

নারী দলের প্রস্তুতির জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ সম্পর্কে এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতির জন্য আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না। এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুর দিকে নারী দলকে নেপাল পাঠানো হবে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। থাইল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাগতিক থাইল্যান্ড, বাংলাদেশ এবং নেপাল অথবা শ্রীলংকাকে নিয়ে হতে পারে এই ত্রিদেশীয় সিরিজ। এছাড়া বিশ্বকাপের ১৫ দিন বা এক মাস আগে নারী দলকে ভারত পাঠানোর পরিকল্পনা আছে। সেখানে বিভিন্ন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের আলোচনা চলছে। সাফল্যর জন্য সম্ভাব্য সবকিছু করবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।‘

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!