AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুনীল ভালো প্লেয়ার,হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার: জামাল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:১৯ পিএম, ১৯ মার্চ, ২০২৫
সুনীল ভালো প্লেয়ার,হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার: জামাল

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচের আগে অবসর ভেঙে ভারত দলে নিয়েছে সুনীল ছেত্রীকে। তাই অনেকেই ভাবছে মাঠের লড়াইটা হামজা ও সুনীলের মধ্যে হবে। তবে এমনটা মনে করেন না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, সুনীল ভালো প্লেয়ার, তবে হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার।      

বুধবার (১৯ মার্চ) ঢাকায় টিম হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে হাজির হয়েছিলেন জামাল ভুঁইয়া। সঙ্গে ছিলেন হামজাও। সেখানেই সাংবাদিকরা বাংলাদেশ অধিনায়কের কাছে জানতে চান ম্যাচটা সুনীল ও হামজা মধ্যে কি না। জবাবে জামাল বলেন, ‘না, আমি মনে করি না ম্যাচটা সুনীল ছেত্রী ও হামজা চৌধুরীর মধ্যে হবে। সুনীল অনেক ভালো প্লেয়ার, সে তার দেশের হয়ে দারুণ অবদান রেখেছে। তবে হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার।’

হামজা চৌধুরী বিশ্বের সেরা লিগ খেলছেন কয়েক বছর। ছিলেন ইংল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলেও। ক্লাব ফুটবলে বৈশ্বিক পর্যায়ে খেললেও জাতীয় দলে অভিষেক হচ্ছে ২৫ মার্চ। তাই তিনিও জাতীয় দলের অভিজ্ঞতায় জামালদের কাছ থেকে শেখতে চান। হামজা বলেন, ‘জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।’

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। তার পথ ধরেই আরো কয়েকজন খেলছেন। সেই পথ পরিক্রমায় এসেছেন হামজা চৌধুরী। হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে। সারা দেশ ফুটবল উন্মাদনায় মেতেছে। হামজাকে বাংলাদেশের ফুটবল মেসি আখ্যায়িত করেছেন জামাল, ‘হামজা বাংলাদেশের মেসি।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!