AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত শিবিরে জোড়া দুঃসংবাদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১৯ পিএম, ১৯ মার্চ, ২০২৫
ভারত শিবিরে জোড়া দুঃসংবাদ

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ পেয়েছে ভারত। এই ম্যাচ থেকে ছিটকে গেছেন লালিয়ানজুয়ালা ছাংতে এবং মানভির সিং।

বিগত কয়েকবছর ধরেই ভারতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ অংশ ছাংতে। রাইট উইঙ্গার এই তারকা ২০২৪ সালে ভারতের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন। মুম্বাই সিটি এফসির হয়ে খেলার সময় পেয়েছিলেন চোট।  চলতি মৌসুমে ক্লাব পর্যায়ে ৬ অ্যাসিস্ট ও ২টি গোলও করেছেন ছাংতে। 

এদিকে ভারতের আরেক স্ট্রাইকার মানভির সিংক ঠিক কী ধরণের ইনজুরিতে পড়েছেন তা জানা না গেলেও তাকে বাংলাদেশের বিপক্ষে খেলানো হবে না সেই বার্তা দেওয়া হয়েছে। পুনর্বাসনের জন্য চলে যাচ্ছেন নিজ ক্লাব মোহন বাগান সুপার জায়ান্টসে। 

তবে ভারতকে আশা জাগাচ্ছে সদ্য অবসর ভেঙে জাতীয় দলে ফেরা সুনীল ছেত্রী। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াডের যা হাল, তাতে গোল করার মতো আছেন ওই একজনই।

ভারতের সাম্প্রতিক ফর্মটাও বাংলাদেশকে আশাবাদী করতে পারে। নতুন কোচ হিসেবে মানোলো দায়িত্ব নেওয়ার পরে চার ম্যাচে মাত্র দু’টি গোল করতে পেরেছে ভারত। যার মধ্যে একটি এসেছে সেট-পিস থেকে। স্বাভাবিকভাবেই মানসিকভাবে খানিক এগিয়ে থাকার সুযোগ পাবে বাংলাদেশ।  

একুশে সংবাদ/ এস কে

Link copied!