AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে একাদশ নিয়ে বাইশ গজে ঝড় তুলবে সানরাইজার্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১২ পিএম, ১৯ মার্চ, ২০২৫
যে একাদশ নিয়ে বাইশ গজে ঝড় তুলবে সানরাইজার্স

অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে এবার আইপিএল ২০২৫ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৪ সালের আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রানার্স-আপ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হয়েছিল তারা। গতবার তাদের বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স ফাইনালে পৌঁছানোর অন্যতম বড় কারণ ছিল। এবারও সেই আগ্রাসী ব্যাটিং লাইনআপ ধরে রাখার পাশাপাশি তারা নিজিদের বোলিং আক্রমণকেও শক্তিশালী করেছে।  

আইপিএল-এর ১৮তম আসরের আগে, চলুন দেখে নেওয়া যাক সানরাইজার্স এর সম্ভাব্য সেরা একাদশ কী হতে পারে?

দলের ওপেনিং জুটি অপরিবর্তিত থাকতে পারেই বলে মনে করা হচ্ছে। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা ইনিংসের সূচনা করবেন এবং পাওয়ারপ্লে ওভারগুলোতে প্রতিপক্ষের উপর ঝড় তুলতে চাইবেন। এই দুজনই অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং গত মৌসুমে তাদের দুর্দান্ত পারফরম্যান্স সানরাইজার্স এর রেকর্ড গড়তে সাহায্য করেছিল। এই মৌসুমে ‘ট্র্যাভিশেক’ জুটির ওপর ভরসা করে দল ভালো শুরু করতে চাইবে।

ওপেনিং জুটি বিধ্বংসী হলে কি হবে, মিডল-অর্ডারও কোনও অংশে কম নয়। ইশান কিষান, নীতীশ কুমার রেড্ডি এবং এনরিখ ক্লাসেন যে কোনও সময় প্রতিপক্ষ বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারেন। নতুন সানরাইজার্স রিক্রুট ইশান কিষান তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। অন্যদিকে, রেড্ডি ও ক্লাসেন গত মৌসুমে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এবং এবারও তারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন।

যদি কোনও দল সানরাইজার্স এর শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে দ্রুত আউট করতে সক্ষম হয়, তবে তাদের লোয়ার-অর্ডার কিছুটা সমস্যায় পড়তে পারে। অভিনব মনোহর ছয়ে ব্যাটিং করবেন, তবে তিনি প্রতিপক্ষের ওপর শেষ ওভারগুলোতে কতটা চাপ সৃষ্টি করতে পারবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। সাত নম্বরে অধিনায়ক প্যাট কামিন্স, যিনি টি-টোয়েন্টিতে ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলতে পারেন। আট নম্বরে হার্ষাল প্যাটেল, যিনি ব্যাট হাতেও কিছুটা অবদান রাখতে পারেন এবং শেষের ওভারগুলোতে দ্রুত রান তুলতে পারেন।

সানরাইজার্স এর বোলিং ইউনিট এবার আরও ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে। প্যাট কামিন্স ও হার্ষাল প্যাটেল প্রত্যেক ম্যাচে অন্তত আট ওভার বল করবেন। অন্যদিকে, দলের অন্যতম মূল পেসার হিসেবে মহম্মদ শামি থাকবেন, যিনি একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। স্পিন বিভাগে অ্যাডাম জাম্পা ও রাহুল চাহারের মধ্যে এক জন খেলতে পারেন।

দলের চতুর্থ পেসার হিসেবে জয়দেব উনাদকাট ও সিমরজিত্‍ সিংয়ের মধ্যে যে কোনও একজনকে বেছে নেওয়া হতে পারে। উনাদকাট অভিজ্ঞ, তাই মৌসুমের শুরুতে তাকে একাদশে দেখা যেতে পারে। যেহেতু কামিন্স সাত নম্বরে ব্যাট করবেন, তাই প্রয়োজনে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সচিন বেবিকে নামানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদি সানরাইজার্স প্রথমে কয়েকটি দ্রুত উইকেট হারিয়ে ফেলে।

সানরাইজার্স এর সম্ভাব্য সেরা একাদশ:
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষান, নীতীশ কুমার রেড্ডি, এনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হার্ষাল প্যাটেল, অ্যাডাম জাম্পা, মহম্মদ শামি, জয়দেব উনাদকাট / সিমরজিত্‍ সিং।

একুশে সংবাদ/ এস কে

Link copied!