ব্যাটে রান নেই বাবর আজমের। সে দেশের হয়েই হোক বা ঘরোয়া ক্রিকেটে। খারাপ সময় শেষ হওয়ার নাম নিচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে ফিরেও রান পাননি বাবর। এক অনামী বোলারের বলে আউট হয়ে ফিরেছেন পাকিস্তানের ব্যাটার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ খেলায় পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে বাবরকে। তার পরেও ঘরোয়া প্রতিযোগিতায় নামতে চাননি তিনি। ন্যাশনাল টি২০ লিগে লাহোর ব্লুজের হয়ে খেলেছেন বাবর। সেই দলের অধিনায়ক হুসেন তালাত। তাদের ম্যাচ ছিল করাচি হোয়াইটসের বিরুদ্ধে। সেই দলের অধিনায়ক সাউদ শাকিল।
প্রথমে ব্যাট করে ১৭১ রান করে করাচি। ১৭২ রান তাড়া করতে নেমে ১৭ বল খেলে ২২ রান করেন বাবর। বাবরকে আউট করেছেন লাহোরের ৩০ বছর বয়সি স্পিনার দানিশ আজিজ। পাকিস্তানের জাতীয় দলের হয়ে মাত্র দু’টি টি-টোয়েন্টি ও দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। বাবর অধিনায়ক থাকার সময়ই তার অভিষেক হয়েছিল। কিন্তু বেশি দিন খেলতে পারেননি। সেই অনামী বোলারের বলে আউট হতে হয়েছে বাবরকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :