২০২৫ সালের গ্রীষ্মে সব ধরনের ফর্মেটের জন্য পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদের সাথে চুক্তি সম্পন্ন করেছে ইংলিশ কাউন্টি ক্লাব লিস্টারশায়ার। ৩৫ বছর বয়সী মাসুদের অধীনে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান টেস্ট সিরজি জয় করেছিল। মাসুদের অভিজ্ঞতা ও ব্যাটিং প্রতিভা গ্রেস রোডে দারুন কাজে আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। পাকিস্তান সুপার লিগ শেষে আগামী মে মাসে লিস্টারের হয়ে তার মাঠে নামার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সাবেক কাউন্টি ডার্বিশায়ারের সাথে ৩১ মে লিস্টারের জার্সিতে মাসুদের অভিষেক হতে পারে।
ইয়র্কশায়ারের সাথে আনুষ্ঠানিক ভাবে সম্পর্ক শেষ হবার পরেই নতুন ক্লাবে মাসুদের যোগ দেবার বিষয়টি প্রকাশ করা হয়। দুই বছরের চুক্তিতে ২০২৩ সাল থেকে ইয়র্কশায়ারের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাসুদ। ১৫ ম্যাচে ৫৩.৯১ গড়ে ১২৪০ রান করেছেন বাঁ-হাতি এই ওপেনার। তার সহযোগিতায় ২০২৪ সালে উন্নীত হয়ে ডিভিশন ওয়ানে ফিরে আসে ইয়র্কশায়ার।
ডার্বিশয়ারের হয়ে ২০২২ সালের গ্রীষ্মে দুর্দান্ত পারফরমেন্স করার পর মাসুদের হেডিংলিতে যাবার কথা ছিল।
ডার্বিশায়ারের হয়ে মাসুদ ৮২.৬১ গড়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০৭৮ রান করেছেন। ঐ সময় এপ্রিলে মাসুদের অনবদ্য ২১৯ রানে ভর করে ডার্বিশায়ার লিস্টারশায়ারকে ইনিংস ব্যবধানে পরাজিত করেছিল। ডার্বিশায়ারের প্রথম ব্যাটার হিসেবে মাসুদ পরপর দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সাসেক্সের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ২৩৯ রান।
সব ধরনের ফর্মেটে পাকিস্তান জাতীয় দলের হয়ে মাসুদ ৯০টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ৪২টি টেস্ট ম্যাচ। লিস্টারশায়ারের বিদেশী খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান অধিনায়ক পিটার হ্যান্ডসকম্ব ও নেদারল্যান্ডের অলরাউন্ডার লোগান ফন বিকের সাথে মাসুদ যোগ দিয়েছেন। পুরো মৌসুমেই তার খেলার কথা রয়েছে। এর মধ্যে পাকিস্তানের কোন টেস্ট সিরিজ নেই। তবে পিসিবি যদি তাকে ছোট ফর্মেটের দলে বিবেচনায় রাখে তবে হয়তোবা লিস্টার ছেড়ে চলে আসতে হতে পারে। আগামী ৩১ জুলাই থেকে শুরু হওয়া ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবার কথা রয়েছে। ২০২৩ সালের মে মাসে সর্বশেষ সাদা বলে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন মাসুদ।
এক বিবৃতিতে মাসুদ বলেছেন, ‘তিন ধরনের ফর্মেটে লিস্টারশায়ারের হয়ে খেলতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত।
আমি সবসময়ই ক্লাবের পক্ষে খেলাকে শ্রদ্ধা করি। গত তিন মৌসুমে বেশ কিছু ক্লাবের সাথে আমার দারুন কিছু আলোচনা হয়েছে।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :