AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউনাইটেড ছাড়ার ইঙ্গিত দিলেন এরিকসেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫১ পিএম, ১৯ মার্চ, ২০২৫
ইউনাইটেড ছাড়ার ইঙ্গিত দিলেন এরিকসেন

চলতি মৌসুমের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ান এরিকসেন। একইসাথে তিনি জানিয়েছেন নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিতেও তিনি প্রস্তুত। ড্যানিশ এই মিডফিল্ডার গত বছর রুবেন আমোরিম কোচ হিসেবে নিয়োগ পাবার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন। এবছরের জুনে ওল্ড ট্র্যাফোর্ডের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

পর্তুগালের বিপক্ষে নেশন্স লিগে কোয়ার্টার ফাইনালের আগে এরিকসেন সাংবাদিকদের বলেছেন, ‘নতুন কিছুর জন্য নিজেকে প্রস্তুত করে চলেছি। সেটাই আমার ক্যারিয়ারের জন্য ভাল হবে। ইউনাইটেড আমাকে এখনো চুক্তি নবায়নের কোন প্রস্তাব দেয়নি। এ কারনেই আমি বলতে চাই ইউনাইটেডের সাথে আমার সম্পর্ক শেষ হতে চলেছে। আর এজন্য নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদিও তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিবনা। তবে সঠিক সময়ে সঠিক সুযোগ সামনে আসলে তা কাজে লাগানোর চেষ্টা করবো।’

ইউরো ২০২০’এ ফিনল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন এরিকসেন। এরপর দীর্ঘ প্রায় এক বছর বিশ্রামে ছিলেন। গত দুটি প্রিমিয়ার লিগের ম্যাচে এরিকসেন মূল দলে খেলেছেন। ৩৩ বছর বয়সী এরিকসেন বলেছেন, ইংল্যান্ডে থাকার আমার কোন ইচ্ছা নেই।

ব্রেন্টফোর্ডে সংক্ষিপ্ত সময় থাকার পর ২০২২ সালে ইউনাইটেডে যোগ দেন এরিকসেন। ইউনাইটেডের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৯৯ ম্যাচে এরিকসেন সাত গোল করেছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!