ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার অভিষেক হতে পারে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের। ইতোমধ্যে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টস তার সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এ বিষয়ে সবুজ সংকেত দেয়া হয়েছে। তবে এখনো একটি নির্দিষ্ট শর্ত মেলাতে হবে।
শুক্রবার (২১ মার্চ) এক ইফতার অনুষ্ঠানে অংশ নেয়ার পর লখনৌর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেন তাসকিন নিজেই।
গত কয়েক মৌসুম ধরেই আইপিএল এলেই তাসকিনকে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। গত মৌসুমেও তাকে দলে নিতে আগ্রহী ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। তবে বিসিবির অনুমতি না মেলায় যাওয়া হয়নি জনপ্রিয় এই লিগে। এবারও একই ধরনের গুঞ্জন থাকলেও নিলামে তাকে কোনো দল না নেয়ায় তা ধামাচাপা পড়ে যায়।
কিন্তু এবার আশার কথা শোনালেন তাসকিন নিজেই। তিনি জানান, ২০২৫ মৌসুমে আইপিএলে খেলার সম্ভাবনা রয়েছে তার। লখনৌ সুপার জায়ান্টস তার সঙ্গে আলোচনা করেছে এবং প্রয়োজন হলে তাকে ডাকা হবে। অর্থাৎ, স্কোয়াডের কোনো বিদেশি পেসার ইনজুরিতে পড়লে বা মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে গেলে তার ডাক পড়বে।
এই বিষয়ে তাসকিন বলেন, ‘লখনৌ সুপার জায়ান্টস থেকে আমার সঙ্গে আলোচনা করেছে। তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে আমাকে ডাকবে। আমি পুরো মৌসুমের জন্য অ্যাভেইলেবল আছি। বোর্ড নিশ্চিত করেছে, আইপিএল থেকে ডাক পেলে খেলার সুযোগ পাব।’
তিনি আরও বলেন, ‘প্রথমত তাদের তো রিপ্লেসমেন্ট এর প্রয়োজন হতে হবে। যদি প্রয়োজন হয় তখন যদি আল্লাহর রহমতে ফিট থাকি। তখন এনওসি চাওয়ার ব্যাপার আসবে... আর এনওসি নিয়ে কথা হয়েছে বোর্ডের সঙ্গে। যদি আমরা কেউ দল পাই সেক্ষেত্রে এ বছরে এনওসিতে সমস্যা হওয়ার কথা না।’
উল্লেখ্য, ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। গ্রুপ পর্বের ম্যাচ চলবে ১৮ মে পর্যন্ত, আর ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে লিগের ১৮তম আসর।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :