AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচ ফিল সিমন্স


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৩১ পিএম, ২৬ মার্চ, ২০২৫
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচ ফিল সিমন্স

চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে গত বছরের অক্টোবরে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তার অধীনে চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারে টাইগাররা। তবে সিমন্সকে আরও সুযোগ দিতে চায় ক্রিকেট বোর্ড।

তাই আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত শান্ত-মিরাজদের দায়িত্ব পেয়েছেন সিমন্স। মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিমন্সের সঙ্গে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি। বিসিবির সঙ্গে নতুন করে চুক্তি বাড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিমন্স। দলকে নিয়ে ভবিষ্যতে দারুণ কিছু করার প্রত্যয় জানিয়েছেন এই কোচ।

সিমন্স বলেন, আমি খুবই আনন্দিত বাংলাদেশের ক্রিকেটে সঙ্গে দীর্ঘ মেয়াদে কাজ করার সুযোগ পেয়ে।  এই দলে যে দুর্দান্ত কিছু প্রতিভা আছে, সেটা স্বীকার করতেই হবে এবং আমি বিশ্বাস করি আমাদের এই প্রতিভা কাজে লাগিয়ে দারুণ কিছু করার সামর্থ্যও আছে। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বর মাসে জিম্বাবুয়ে, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকায় হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্ত নাজমুল হোসেন শান্তদের কোচের ভূমিকায় থাকবেন সিমন্স।এ নিয়ে তিনি আরও বলেন, দুর্লভ কিছু প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে কাজ করে আমি ইতোমধ্যে দলের মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওদের দক্ষতা এবং খেলার জন্য প্যাশন আমাকে অনুপ্রেরণা দেয়। আমরা একসঙ্গে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।

ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট এবং ১৪৩টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। কোচিং ক্যারিয়ারে তিনি দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!