AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্টইনিসের ছক্কা গিয়ে পড়ল মহিলা নিরাপত্তারক্ষীর গায়ে(ভিডিও)


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫৬ পিএম, ২৬ মার্চ, ২০২৫
স্টইনিসের ছক্কা গিয়ে পড়ল মহিলা নিরাপত্তারক্ষীর গায়ে(ভিডিও)

২০২৫ আইপিএলে জয় দিয়ে অভিযান শুরু করেছে পাঞ্জাব কিংস। রোমাঞ্চকর ম্যাচে প্রীতি জিন্টার দল ১১ রানে হারিয়েছে গুজরাট টাইটান্সকে। এদিকে শ্রেয়স আইয়ারের সেঞ্চুরি মিস নিয়ে চর্চা চলছে। শশাঙ্ক সিং-কে ধুইয়ে দিচ্ছে নেটপাড়া। এই সবের মাঝে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে মার্কাস স্টইনিসের ছক্কায় আহত হন এক মহিলা নিরাপত্তারক্ষী। 

মার্কাস স্টইনিস, ‘দ্য হাল্ক’ নামেও পরিচিত, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক হিটারদের একজন স্টইনিস। এবার তিনি পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলছেন। মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে যদিও স্টইনিস বড় রান করতে পারেননি, ১৫ বলে ২০ করেই আউট হয়ে যান। কিন্তু তার একটি ছক্কায় আহত হন মহিলা নিরাপত্তারক্ষী। 

আসলে ছয় নম্বরে ব্যাট করতে নেমে স্টইনিস চেনা ছন্দে ছিলেন না। প্রথম ৬ বলে ১ রান করেছিলেন। ১৩তম ওভারে সাই কিশোরের বলে একটি বাউন্ডারি মেরে কিছুটা অক্সিজেন পেয়েছিলেন তিনি। এর পর ১৫তম ওভারে মহম্মদ সিরাজকে ছক্কা হাঁকান স্টইনিস। ডিপ মিড-উইকেটে একটি শক্তিশালী পুল শট মারেন স্টইনিস। যেটা ছক্কা হয়ে যায়। আর সেই বলটি সোজা গিয়ে পড়ে এক মহিলা নিরাপত্তারক্ষীর পায়ে। আসলে ওই জায়গা তখন ওই মহিলা নিরাপত্তারক্ষী হেঁটে যাচ্ছিলেন। সেই সময়ে স্টইনিসের শট এসে  তার ডান পায়ের উপর পড়ে।

প্রাথমিক ভাবে ওখানে উপস্থিত সকলেই ভয় পেয়ে গিয়েছিল। তবে বড় কোনও অঘটন ঘটেনি। তবে পায়ে বেশ জোরেই চোট লাগে। পা ফুলে যায় সঙ্গে সঙ্গে।আসলে সেই মহিলার দৃষ্টি ম্যাচের দিকে ছিল না। তিনি নিজের কাজ করছিলেন। স্বভাবতই বুঝতে পারেননি, বলটি তার দিকে উড়ে আসছে। তাও ভাগ্যিস বলটি পায়ে পড়েছে। মাথায় আঘাত লাগলে, আরও বড় বিপদ হতে পারত।

এই ম্যাচে পিবিকেএস অধিনায়ক শ্রেয়স আইয়ার বিধ্বংসী মেজাজে ৪২ বলে অপরাজিত ৯৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে রয়েছে ৫টি চার এবং ৯টি ছক্কা। এছাড়াও প্রিয়াংশ আর্য ৪৭ এবং শশাঙ্ক সিং অপরাজিত ৪৪ রান করেন। টস হেরে প্রথমে ব্যাটকরে পঞ্জাব কিংস নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান করে।

জবাবে গুজরাট টাইটান্সও ভালো লড়াই করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। সাই সুদর্শনের ৭৪, জস বাটলারের ৫৩, শেরফান রাদারফোর্ডের ৪৬, শুভমন গিলের ৩৩ রানের হাত ধরে টাইটান্স নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ২৩২ রান করে। ১১ রানে পিছিয়ে পড়ে তারা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!