AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরখাস্ত হচ্ছেন ব্রাজিলের কোচ দরিভাল!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৯ পিএম, ২৬ মার্চ, ২০২৫
বরখাস্ত হচ্ছেন ব্রাজিলের কোচ দরিভাল!

বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে ম্যাচ কেবল শেষ হয়েছে। আর্জেন্টিনার কাছে যেখানে রীতিমত ছেলেখেলার শিকার হয়েছে ব্রাজিল। ম্যাচে সেলেসাওরা হেরেছে ৪-১ গোলে। কিন্তু আর্জেন্টিনার ভাগ্য কিছুটা সুপ্রসন্ন থাকলে ম্যাচটা ব্রাজিল হারতে পারতো আরও বড় কোনো ব্যবধানে। আর এমন এক হারের পর চাপ বেড়েছে কোচ দোরিভালের ওপর। এবার নতুন কলঙ্কের দাগ হয়ে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বড় হার। যে হারের পর নড়েচড়ে বসেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।

বুধবার (২৬ মার্চ) স্তাদিও মাস মনুমেন্টালে স্বাগতিক আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলের হারের পর এটাই ক্যানারিনিয়াদের সবচেয়ে বড় হার। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন লজ্জাজনক হারে  ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের ওপর চাপ সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে।

কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) বর্তমান কোচ দরিভাল জুনিয়রকে ছাটাইয়ের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো।

সিবিএফের বেশিরভাগ পরিচালক মনে করেন, জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়েই দরিভালকে ছাটাই করা প্রয়োজন। তবে অনেকেই এই সময়টা আরও এগিয়ে আনার পক্ষপাতী। এদিকে কোচ দরিভালের সঙ্গে সিবিএফের প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের দূরত্ব বেড়েছে বলেও খবর ছড়িয়েছে। যদিও সিবিএফের প্রেসিডেন্ট পদের নির্বাচন নিয়ে এদনালদো ব্যস্ত থাকায় এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্তে আসতে পারছেন না।

মূলত গত নভেম্বরে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ড্র করার পরই মার্চের ফিফা উইন্ডোতে কোচ হিসেবে দরিভালের কাজকে মূল্যায়নের সিদ্ধান্ত নেয় সিবিএফ। এই উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়াকে হারালেও আর্জেন্টিনার কাছে নাস্তানাবুদ হতে হলো সেলেসাওদের।

এদিকে দরিভালের ছাটাইয়ের গুঞ্জন রটতেই ফের আলোচনায় কার্লো আনচেলত্তি। তিতের বিদায়ের পর এই ইতালিয়ান কোচকেই ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছিল সিবিএফ। কিন্তু আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করায় সেই সম্ভাবনা ভেস্তে যায়। গ্লোবো জানিয়েছে, নিজেদের ঐতিহ্য ফেরাতে ফের ইতালিয়ান কোচের দরজায় ধর্না দিতে পারে ব্রাজিল।

২০২৪ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেন ৬২ বছর বয়সী দরিভাল। তার অধীনে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৭টি করে ম্যাচে জয় ও ড্র পেয়েছে ব্রাজিল। হরেছে বাকি ২ ম্যাচে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!