রোমা ফরোয়ার্ড পাওলো দিবালার বাম উরুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ইতালিয়ান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।রোমার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ অস্ত্রোপচারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সবদিক থেকেই পুরো প্রক্রিয়া সফল ছিল। আগামী কয়েকদিন দিবালাকে পুনর্বাসনে থাকবে হবে।’
২০২২ বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তারকা এ মাসের শুরুতে কালিয়ারিতে রোমার ১-০ গোলের জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েছিলেন।
যদিও দিবালাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এ সম্পর্কে নিশ্চিত করে রোমা কিছু জানায়নি। বর্তমান সিরি-এ মৌসুম শেষ হতে আর মাত্র ৯টি ম্যাচ বাকি রয়েছে। এ কারনে ধারণা করা হচ্ছে এ মৌসুমে হয়তো আর মাঠে নামা হচ্ছেনা ৩১ বছর বয়সী দিবালার।
এই মুহূর্তে দিবালার অনুপস্থিতি রোমার জন্য অনেক বড় দু:শ্চিন্তার। নভেম্বরে ক্লডিও রানেইরি কোচ হিসেবে পুনরায় ফিরে আসার পর রেলিগেশনের সাথে লড়াইয়ে থাকা রোমা টেবিলের উপরের দিকে উঠে এসেছে।
দিবালা এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় আটটি গোল ছাড়াও চারটি এ্যাসিস্ট করেছেন। চতুর্থ স্থানে থাকা বোলোনিয়ার থেকে চার পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের সপ্তম স্থানে রয়েছে রোমা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :