AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের বিপক্ষে কিউইদের সিরিজ জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১২ পিএম, ২৬ মার্চ, ২০২৫
পাকিস্তানের বিপক্ষে কিউইদের সিরিজ জয়

আগে থেকেই জানা ছিলো পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফলাফল। ফলে সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তানের জন্য পঞ্চম ও শেষ ম্যাচ ছিল ব্যবধান কমানোর সুযোগ। কিন্তু ম্যাচটিতে নিউজিল্যান্ড কোনো পাত্তা–ই দেয়নি। বোলিংয়ে জিমি নিশাম আর ব্যাটিংয়ে টিম সেইফার্টের ঝড়ে একেবারে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান। তাদের করা ১২৯ রানের লক্ষ্য ১০ ওভার এবং ৮ উইকেট হাতে রেখেই পেরিয়েছে কিউইরা।

Tim Seifert goes off early in the powerplay, New Zealand vs Pakistan, 5th T20I, Wellington, March 26, 2025

মঙ্গলবার (২৬ মার্চ) টস জিতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ৮ উইকেট ও ৬০ বল হাতে থাকতেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।এর আগে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে তরুণ হাসান নেওয়াজের দুর্দান্ত এক ইনিংসে পাকিস্তান সান্ত্বনার জয় পেয়েছিল। ধারণা করা হচ্ছিল ঘুরে দাঁড়াতে যাচ্ছে বিশ্বক্রিকেটের আনপ্রেডিক্টেবলরা। কিন্তু পাকিস্তান তার অফফর্ম ধরে রেখেই পরের ম্যাচ থেকে ছন্দে ফিরেছে! ফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কিইউরা জিতে নিলো ৪-১ ব্যবধানে। 

Jimmy Neesham starred with five wickets, New Zealand vs Pakistan, 5th T20I, Wellington, March 26, 2025

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই এগিয়েছিল স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ম্যাচে ৯ উইকেটের বড় জয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে পাকিস্তান। তবে সিরিজ রক্ষা করতে পারেনি তারা।

Salman Agha‍‍`s 51 lifted Pakistan to 128, New Zealand vs Pakistan, 5th T20I, Wellington, March 26, 2025

চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। তাই শেষ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেখানেও আট উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

Jacob Duffy struck in his first over, New Zealand vs Pakistan, 5th T20I, Wellington, March 26, 2025

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ এপ্রিল দ্বিতীয় ও ৫ তারিখ অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!