বিশ্বকাপ বাছাইপর্বে উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারানোর পর কোচ পাওলো বেনটোকে বরখাস্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। যদিও এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা এখনো টিকিয়ে রেখেছে আরব আমিরাত।
এক বিবৃতিতে প্রধান কোচ বেনটোসহ পুরো কোচিং প্যানেল বরখাস্তের ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল এসোসিয়েশন। বিবৃতিতে আরো বলা হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে ও অন্যান্য প্রতিযোগিতাকে সামনে রেখে বেনটোর পরিবর্তে নতুন কোচের নাম দ্রুতই ঘোষণা করা হবে।
আগামী ৫ জুন উজবেকিস্তান ও ১০ জুন কিরগিস্থানের বিপক্ষে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে আরব আমিরাত দলে নতুন কোচ দেখা যেতে পারে।
এর মধ্যে প্রথম ম্যাচে জিততে পারলে ২০২৬ বিশ্বকাপের টিকেট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এশিয়ান বাছাইপর্বে এ-গ্রুপে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা উজবেকদের থেকে চার পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাত।
৫৫ বছর বয়সী বেনটো ২০২৩ সালের জুলাইয়ে আরব আমিরাতের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বাছাইপর্বে পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকায় তাকে দল ছাড়তে হলো। পর্তুগাল ও দক্ষিণ কোরিয়ার সাবেক এই কোচের অধীনে মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ইনজুরি টাইমের গোলে কোনমতে জয় পায় আরব আমিরাত।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :