AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্লাব বিশ্বকাপ ১০০ কোটি মার্কিন ডলারের পুরস্কার নিয়ে মাঠে গড়াবে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫০ পিএম, ২৭ মার্চ, ২০২৫
ক্লাব বিশ্বকাপ ১০০ কোটি মার্কিন ডলারের পুরস্কার নিয়ে মাঠে গড়াবে

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেতে পারে সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার পুরস্কার। গ্রুপ স্টেজ ও নকআউট পর্যায়ে অনুষ্ঠিত কোনো প্রতিযোগিতার জন্য ইতিহাসের সর্বোচ্চ পুরস্কার দেয়া হবে ক্লাব বিশ্বকাপে।

বুধবার (২৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।২০২২-এর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন তাদের প্রায় তিন গুণ অর্থ পেতে যাচ্ছে।

ফিফা কাউন্সিল অনুমোদিত পুরস্কার বিতরণ পদ্ধতিটি মূলত দুইটি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি। এতে ৪৭৫ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে দলগুলোর পারফরম্যান্সের ওপর, আর ৫২৫ মিলিয়ন ডলার অংশগ্রহণ ফি হিসেবে প্রদান করা হবে। অংশগ্রহণ ফিগুলো ক্রীড়াগত ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে নির্ধারিত হবে।

এছাড়া, বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের উন্নয়নে একটি গ্লোবাল সলিডারিটি প্রোগ্রামের অধীনে ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রে আগামী ১৩ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত আয়োজিত হতে যাওয়া এই আসরে অংশ নেবে বিশ্বের শীর্ষ ৩২টি ক্লাব। এটি হবে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত আসর এবং পুরস্কারের অঙ্কও এবার সর্বোচ্চ।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!